অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) বিপরীত শব্দ | - | NCTB BOOK
52
52

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়? 

ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি 

২. বিপরীত শব্দ একে অন্যের কী? 

ক. সমার্থক খ. পরিপূরক গ. ভিন্নার্থক ঘ. সদার্থক 

৩. 'হ্রাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. বৃদ্ধি খ. বর্ধন গ. বেশি ঘ. অনেক 

৪. 'অতিবৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি? 

ক. ভারী বৃষ্টি খ. খুব বৃষ্টি গ. অল্প বৃষ্টি ঘ. অনাবৃষ্টি 

৫. নিচের কোনটি 'ভূত' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে? 

ক. ভালো খ. পেতনি গ. ভবিষ্যৎ ঘ. ভীরু 

৬. 'ভাটা' শব্দের বিপরীত শব্দ কোনটি? 

ক. তেজ খ. জোয়ার গ. স্থাবর ঘ. ভারী 

৭. 'চেতন' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি? 

ক. সচেতন খ. অচেতন গ. অবচেতন ঘ. অসচেতন

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion