অনুশীলনী-৪

এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ১ - জেনারেল মেকানিক্স -১ | | NCTB BOOK
1

অতিসংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. লেদ মেশিন কি ধরনের মেশিন?

২. লেদের সেফটি ডিভাইসসমূহের নাম লেখ। 

৩. লেদের ওয়ার্ক হোল্ডিং ডিভাইসসমূহের নাম লেখ।

৪. লেদে কলেট চাক কেন ব্যবহার করা হয়?

৫. লেদে ম্যাগনেটিক চাক কেন ব্যবহার করা হয়?

 

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. লেদে ফিড রড কি কাজ করে?

২. লেদে লীড-স্ক্রু কেন ব্যবহার করা হয়?

৩. থ্রী 'জ' সেল্ফ সেন্টারিং চাকের ব্যবহার লেখ।

৪. ফোর ‘জ’ ইনডিপেন্ডেন্ট চাকের ব্যবহার লেখ। 

৫. লেদ স্পিন্ডলের অ্যালাইনমেন্ট টেষ্ট করার প্রয়োজন হয় কেন? সঠিক উত্তরটি লেখ এবং যুক্তি দেখাও।

(ক) সঠিক মানের কার্যবস্তুর উৎপাদনের জন্য

(খ) কার্যবস্তুর মেশিনিং অপারেশনে পরিমাপ সঠিক রাখার জন্য 

(গ) কার্যবস্তুর সারফেস ফিনিস ভাল হওয়ার জন্য

(ঘ) উপরের সবগুলিই সঠিক

 

রচনামূলক প্রশ্ন

১. ক্যারেজ কী? ক্যারেজের বিভিন্ন অংশের বর্ণনা দাও।

২.লেদের কন্ট্রোল ডিভাইসসমূহের কাজ বর্ণনা করো;

৩. লেদের ওয়ার্ক হোল্ডিং ডিভাইসসমূহের ব্যবহার বর্ণনা করো;

৪. লেদের যত্ন ও রক্ষণবেক্ষণ বর্ণনা করো;

Content added By
Promotion