Loading [MathJax]/jax/output/CommonHTML/jax.js

আইসোটোপ

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - রসায়ন পদার্থের গঠন | - | NCTB BOOK
339
339

যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। নিচের টেবিলে দেখানো তিনটি পরমাণুরই প্রোটন সংখ্যা সমান। কাজেই তারা একে অপরের আইসোটোপ। হাইড্রোজেনের সাতটি আইসোটোপ (H, 2H, H, H, H, 'H এবং H) আছে। এর মধ্যে শুধু তিনটি প্রকৃতিতে পাওয়া যায়, অন্যগুলোকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়।

টেবিল 3.08: হাইড্রোজেনের তিনটি প্রাকৃতিক আইসোটোপ।
নাম প্রতীক প্রোটন সংখ্যা
Z
ভর সংখ্যা
A
নিউট্রন সংখ্যা
A - Z
হাইড্রোজেন বা প্রোটিয়াম H11 1
 
1
 
0
ডিউটেরিয়াম D21 1 2 1
টিট্রিয়াম T31 1 3 2

 

Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;