আবাসিক ইমারত বা বাড়ি

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
Please, contribute by adding content to আবাসিক ইমারত বা বাড়ি.
Content

আবাসিক ইমারতের বা বাড়ির সংজ্ঞা

মানুষ নিরাপত্তা, আরামদায়ক, পারিপার্শ্বিক প্রতিকূলতা, দৈনন্দিন সুযোগ-সুবিধা ও প্রতিপত্তি প্রভৃতি চাহিদা পূরণের লক্ষ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে দীর্ঘ সময়ের জন্য যে ভবনে বা ইমারতে বসবাস করে তাকে বাড়ি বা আবাসিক ইমারত 'বলে। ইমারতটি আবাসিকে বসবাসকারীর নিজস্ব মালিকানাধীন হতে পারে আবার নাও হতে পারে কিন্তু সার্ভিস সুবিধাদি যেমন- রান্না, খাওয়া অর্থাৎ গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি নিজস্ব ক্ষমতাধীন থাকে । হোটেল বা ডরমিটরি ইত্যাদিতে মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে দীর্ঘ সময়ের জন্য বসবাস করলেও এসব সুবিধাদি নিজস্ব আওতাধীন থাকে না ।

যে সকল সুবিধাদি মানুষ একটি বাড়ি বা আবাসিক ইমারত থেকে পেয়ে থাকে তা নিম্নরূপ—

  • আশ্রয় (Shelter) 
  • নিরাপত্তা (Security) 
  • পারিপার্শ্বিক প্রতিকূলতা ( Social Adversity) থেকে সুরক্ষা 
  • প্রাকৃতিক দুর্যোগ (Natural Hazards) থেকে রক্ষা ) 
  • সার্ভিস সুবিধাদি (Services i.e. water, gas, electricity, sewerage etc.) 
  • আরামদায়ক (Comfortable ) 
  • সামাজিক মর্যাদা (Social Status)। 
  • বিশ্রামস্থল ( Rest Area) 
  • আনুষাঙ্গিক চাহিদা (Convinence) 
  • পূরণ বিলাসিতা (Luxuries), 
  • স্বাচ্ছন্দ্য (Relief), 
  • রুচি (Elegance) ইত্যাদির প্রকাশ 
  • সামাজিক ও পারিবারিক মিলনস্থল (Social & Family place or Rendezvous ) 
  • পারিবারিক সম্পর্ক ( Family Relationship) । 
  • বন্ধুত্ব ও সাহচর্য্য (Companionship) ) 
  • পারিবারিক চিত্তবিনোদন (Family Recreation) 
  • শিশুদের খেলাধুলা (Games area ) 
  • প্ৰাৰ্থনা (Pray)
Content added By

আবাসিক ইমারতের বা বাড়ির শ্রেণিবিভাগ

পরিবারের গঠন, ভবনের আকার আকৃতি ব্যবহার ইত্যাদির উপর ভিত্তি করে আবাসিক ইমারত বা বাড়িকে (House) নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-

  • ডিটাচড হাউস বা স্ব বাড়ি (Detached House),
  • সেমি-ডিটাচড হাউস বা আংশিক স্বতন্ত্র বাড়ি (Semi Detached House),
  • ডুপ্লেক্স হাউস বা প্রতিরূপ দ্বিতল স্বতন্ত্র বাড়ি (Duplex House)
  • স্প্লিট লেভেল হাউস বা বন্ধুর বা অসমতল বাড়ি (Split Level House)
  • রো-হাউস (Row House)
  • এপার্টমেন্ট (Apartment House)

ডিটাচড হাউস বা স্বতন্ত্র বাড়ি (Detached House): একটি পরিবার এককভাবে একটি ভবনে বাস করলে ডাকে ডিটাচ্‌ড হাউস বলে। সাধারণত এক তলা বিশিষ্ট হয়।

চিত্র ১.১.২.১: ডিটাচড হাউস হাউস বা স্বতন্ত্র বাড়ি

সেমি-ডিটাচড হাউস বা আংশিক স্বতন্ত্র বাড়ি (Semi- Detached House): একক বা যৌথ মালিকানায় একাধিক পরিবার যখন একটি ভবনে বাস করে এবং কিছু সার্ভিস সকলে একত্রে ব্যবহার করে (যেমন- সিঁড়ি) তাকে সেমি ডিটাচড হাউস বলে। সাধারণত একাধিক বা একতলা হতে পারে।

চিত্র ১.১.২.২: সেমি ডিটাচড হাউস বা আংশিক স্বতন্ত্র বাড়ি

ডুপ্লেক্স হাউস বা প্রতিরূপ দ্বিতল স্বতন্ত্র বাড়ি (Duplex House): একটি দ্বিতল ভবন- যাতে একটি অভ্যন্তরীণ সিঁড়ি, ডাবল হাইট স্পেস (Double Height space), এবং উপরের তলায় স্লিপিং বা থাকার ও নিচতলায় সার্ভিস ও লিভিং এরিয়া থাকবে এরূপ ভবনে একটি পরিবার এককভাবে ভবনে একটি পরিবার এককভাবে বাস করলে তাকে ডুপলেক্স হাউস বলে।

চিত্র ১.১.২.৩: ডুপ্লেক্স হাউস বাড়ি

স্প্লিট লেভেল হাউস বা বছর বা অসম বাড়ি (Split Level House): পাহাড়ি বা উঁচু-নিচু এলাকায় চালের সাথে মিল রেখে ফ্লোর ধাপে ধাপে উঁচু-নিচু করে উপরের অংশে স্লিপিং বা থাকার, নিচের অংশে লিভিং এরিয়া, মাঝামাঝি অংশে সার্ভিস এরিয়া arrange করে একটি পরিবার বসবাস উপযোগী এক্সপ ভবন তৈরি করলে তাকে স্প্লিট পেতেন হাউস বলে। সমতল এলাকায় বিলাসবহুল বাড়ি নির্মাণের জন্যও স্প্রিট লেভেল হাউজ তৈরি করা হয়।

চিত্র ১.১.২.৪: ডুপ্লেক্স হাউস বাড়ি স্প্লিট লেভেল হাউস

অ্যাপার্টমেন্ট হাউস (Apartment House): যৌথ মালিকানায় একাধিক পরিবার যখন একটি ভবনে বাস করে ও কিছু সার্ভিস সকলে একত্রে ব্যবহার করে (যেমন— সিদ্ধি, লিফট ইত্যাদি) এবং শহরের নাগরিক সুবিধাদি যখন একটি কমপ্লেক্সে/রকে পাওয়া যায় (যেমন— কমিউনিটি হল, প্লে গ্রাউন্ড ইত্যাদি) তাকে অ্যাপার্টমেন্ট হাউস বলে।

চিত্র ১.১.২.৫: অ্যাপার্টমেন্ট

Content added By
Promotion