'F' নামক একজন শাসনকর্তা তাঁর সাম্রাজ্যকে বিভাগ, জেলা ও উপজেলায় বিভক্ত করেন এবং তাঁর আমলে 'M' ও 'N' অঞ্চলে সুখ ও সমৃদ্ধির সুবাতাস বহে।
বনজঙ্গল ঘেরা নীলমণি এলাকায় হঠাৎ একজন আগন্তুকের আবির্ভাব হয়। নীলমণির লোকজন সাহসী ও কর্মঠ হলেও পারিপার্শ্বিক কারণেই তারা অতি-প্রাকৃতিক কিছু বিষয়ে বিশ্বাস করত। আগন্তুক বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দেরকে নিজের পক্ষে নেওয়ার জন্য এমন কিছু কর্মকান্ড করে এবং প্রতিশ্রুতি দেয় যাতে সেখানে তার একটি প্রভাব বলয় তৈরি হয়। লোকটি এবার নীলমণির নেতৃত্ব গ্রহণ করে পরিকল্পনামাফিক তার আধ্যাত্মিক নেতাকে সেখানে এনে প্রতিষ্ঠিত করেন।
পিতার মৃত্যুর পর ফয়সাল অল্প বয়সে রংপুরের জমিদার নিযুক্ত হন। তার জমিদারি ছিল নৈরাজ্য ও বিশৃঙ্খলাপূর্ণ। তবে তিনি জ্ঞানীগুণীদের যুথেষ্ট সমাদার করতেন এবং গবেষণা কাজে উৎসাহ দিতেন। তিনি ছিলেন বিশেষ এটি ধর্মীয় গোষ্ঠীর প্রতি দুর্বল।
Read more