একটি নির্মাণাধীন বহুতল আবাসিক ইমারত পরিদর্শন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

যন্ত্রপাতি ও মালামাল: মাপার ফিতা, দ্ররিং ইন্সট্রুমেন্ট বক্স, স্কেল, পেনসিল ও ইরেজার ইত্যাদি। কাছাকাছি অবস্থিত কোনো নির্মাণাধীন ইমারতে যেরে মাঠ পর্যারে যাগ সংগ্রহ করতে হবে। প্রতিটি খুঁটিনাটি মাপ নিতে হবে। প্রয়োজনে গ্রাফ প্যাড সাথে নেয়া যায়। সংগৃহীত মাপ অনুযায়ী পরবর্তীতে ড্রয়িংটি নির্দিষ্ট স্কেলে এঁকে নিতে হবে। 7.2 অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান ।

যন্ত্রপাতি ও মালামাল: কম্পিউটার ও অটোক্যাড সফটওয়্যার (২০০৬-৭)।

অঙ্কন প্রণালীঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • অঙ্কিত বহুতল আবাসিক ইমারজেটির বেজমেন্ট ফ্লোর- টিকে ডাইমেনশন দেয়ার জন্য প্রথমে ডাইমেনশন নামে একটি লেয়ার তৈরি করে নিতে হবে।
  • বেজমেন্ট ফ্লোরটিকে পাশে বা অন্যত্র কপি করে নেয়া যায় বা পূর্বের ড্রয়িং টিতেও ডাইমেনশন দেয়া যায়। এবার ডাইমেনশন টুলবারটিকে ড্রয়িং স্ক্রিনের বে কোনো পাশে সেট করে নিতে হবে।
  • এবার লিনিয়ার ডাইমেনশনে বা স্ত্রী আইকনে ক্লিক করে এক কর্ণার থেকে যে বিন্দু দুটির মধ্যে মাপ জানা প্রয়োজন সেই বিন্দু দুটিতে পর পর ক্লিক করতে হবে।
  • এবার কন্টিনিউয়াস ডাইমেনশন বা আইকনে ক্লিক করে পরবর্তী যে দূরত্বের মাপ জানতে হবে সেই বিন্দুতে ক্লিক। এভাবে পরপর বরাবর ক্লিক করতে থাকলে পরবর্তী দুরত্বের ডাইমেনশন ড্রয়িং এ দেয়া হয়ে যাবে।
  • এভাবে সম্পূর্ণ ছোট ছোট অংশের মাপ দিতে হবে ।
  • এরপর কলাম-এর কেন্দ্র থেকে ফলাম-এর কেন্দ্র পর্যন্ত ডাইমেনশন দিতে হবে।
  • সবশেষে ইমারতটির বাইরের সম্পূর্ণ ডাইমেনশন দিতে হবে।
  • ইমারতটির বেজমেন্টের ঢালের দিক তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে এবং ঢালের মান লিখে দিতে হবে।
  • ড্রাইভ ওয়ের টার্নিং রেডিয়াস মাপসহ দেখাতে হবে।
  • সিঁড়ি, অন্যান্য কোনো ভিতরের অংশের মাপও দেখাতে হবে। অর্থাৎ কাঠামোটি বেজমেন্ট ফ্লোরটি নির্মাণের জন্য যাবতীয় মাপ বা ডাইমেনশন দিতে হবে।
  • প্লটের মাপ ও প্লট থেকে বেজমেন্ট ফ্লোরের দূরত্ব দেখাতে হবে। ক্ষেল উল্লেখ করতে হবে।
  • অঙ্কিত বেজমেন্ট ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান বা ডিটেইল ডাইমেনশনসহ বেজমেন্ট ফ্লোরটি নিচের চিত্রানুরূপ (চিত্র-৭.২.৪) হবে।
Content added By
Promotion