কাঠের দরজার ডিটেইল অঙ্কন (Wooden Door Detail)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রণালীঃ  অটোক্যাডে কাঠের দরজার ডিটেইল অক্ষন করার জন্য লাইন, অফসেট, ট্রিম, চ্যাফার, সারকেল ইত্যাদি কমান্ড দিয়ে নিচের চিত্রের মাপ অনুযায়ী ডিটেইলসহ দরজাটি এঁকে নিতে হবে।

দরজার এলিভেশন অঙ্কনের পর কোন অংশের ডিটেইল তা সিম্বলসহ চিহ্নিত করে দিতে হবে।

দরজার এলিভেশন ও প্ল্যানটি  ¾  " = 1'-0"  বা 1 : 50 খেলে রাজউক শিটের অনুরূপ অটোক্যাডের লে-আউটে একটি ভিউপোর্ট তৈরি করে সেট করতে হবে।

এবার ডিটেইলসমূহ বা ½ " বা ¾ "  = 1'-0"  ফেলে অন্য একটি ভিউপোর্ট তৈরি করে সেট করতে হবে।

Content added By
Promotion