পদার্থবিদ্যা

কৌণিক গতি সংক্রান্ত রাশিমালা

একাদশ- দ্বাদশ শ্রেণি - পদার্থবিদ্যা - পদার্থবিজ্ঞান – ১ম পত্র | NCTB BOOK

     চলন গতির ক্ষেত্রে আমরা দেখেছি m ভরের কোনো বস্তু v বেগে গতিশীল হলে তার ভরবেগ তথা রৈখিক ভরবেগ P=mv = m V, একটি গুরুত্বপূর্ণ রাশি। ঘূর্ণনগতির ক্ষেত্রে ভরবেগের অনুরূপ রাশি হচ্ছে কৌণিক ভরবেগ। কোনো বিন্দুর সাপেক্ষে ভরবেগের ভ্রামকই হচ্ছে কণাটির কৌণিক ভরবেগ ।

   সংজ্ঞা : কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ডেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে ঐ বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ বলে।

 

 

 

Content added By
বেগের মাত্রা পরিবর্তনশীল
বেগ সর্বদা সমান
সময়ের পরিবর্তনের সাথে দ্রুতির পরিবর্তন ঘটে
দ্রুতি সর্বদা সমান
গাড়ির চাকার গতি
পৃথিবীর গতি
লাটিমের গতি
ঘড়ির কাঁটার গতি
সময়ের সঙ্গে গতি পরিবর্তন ঘটে
বেগ অপরিবর্তিত হয় না
গতির কোন পরিবর্তন হয় না
বেগের মানের পরিবর্তন হয়
Promotion