কুরআন মজিদ সহীহ-সুদ্ধভাবে তিলাওয়াতের একটি নিয়ম হলো গুন্নাহ । নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্নাহ ৰলে ।
আরবি হরফ ২১টি। এর মধ্যে গুন্নাহর তরফ ২টি। (মিম), (নুন)। এই হরফ দুটি যখন তাশদীদযুক্ত হয়, তখন তার উচ্চারণ স্বরকে নাকের বাঁশির মধ্যে নিয়ে গুন গুন করে উচ্চারণ করতে হয়। গুন্নাহ করা ওয়াজিব। গুন্নাহর স্থলে কমপক্ষে এক আনিক পরিমাণ লম্বা করতে হয়। যেমন,
(ইন্না), (আমমা), (সুমমা) ইত্যাদি
কুরআন মঞ্জিল তিলাওয়াতের ক্ষেত্রে গুন্নাহর গুরুত্ব অপরিসীম। আমরা তিলাওরাতের সময় যথাস্থানে গুন্নাহ করব ।
আরও দেখুন...