রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১

জব ৫ঃ ডি-ফ্রষ্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট তৈরি করা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

জব ৫: ডি-ফ্রষ্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট তৈরি করা

পারদর্শিতার মানদন্ড

• স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
• প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা
• ডি-ফ্রষ্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট তৈরি করা 

• সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা
• কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা
• অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
• ওয়েস্টেজ এবং ক্র্যাপ নির্ধারিত স্থানে ফেলা
• কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

(গ) কাজের ধারা

১. সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করি

২. সার্কিটে ভায়াগ্রাম অনুযারী প্রত্যেকটি পার্টস সংযোগ কর।

ক. ২ পিন প্লাগের দুই টার্মিনালে ফেজ ও নিউট্রাল তার যুক্ত করো: খ. ফেজ তার টি থার্মোস্টাটের প্রথম প্রান্তে সংযোগ করো;
গ. দ্বিতীয় প্রায় থেকে ওভার লোড প্রটেক্টরের প্রথম প্রাচ্ছে তারের মাধ্যমে যুক্ত করো;
ঘ. ওঙ্কার লোডের অপর প্রাপ্ত থেকে কম্প্রেসরের কমন টার্মিনালে যুক্ত করো; ড. কম্প্রেসরের স্টার্টিং ও রানিং টার্মিনালে একটি পিটিসি/কারেন্ট কয়েল রিলে যুক্ত করো;
চ. পিটিসি/কারেন্ট কয়েল রিলের রানিং প্রাপ্ত নিউট্রাল লাইনের সাথে যুক্ত করো;
ছ. এবার থার্মস্টার্টের প্রথম প্রান্তের ফেজ তার থেকে একটি তার নিয়ে ডোর সুইচের এক প্রান্তে যুক্ত করো; জ. ডোর সুইচের অপর প্রাপ্ত থেকে ডোর ল্যাম্প হোল্ডারের এক প্রাদ্ধে তারের মাধ্যমে যুক্ত করো।
ঝ. ডোর ল্যাম্প হোন্ডারের অপর প্রাপ্তে নিউট্রাল লাইন যুক্ত করো;
ঞ. ডি-ফ্রষ্ট হিটারকে থার্মোস্টাটের দুই প্রান্ধে তারের মাধ্যমে যুক্ত করো ।

৩. সার্কিটে বিদ্যুৎ সরবরাহ করো।

ক. আবার সার্কিটটি চেক করো;
খ. হোল্ডারে বাল্ব স্থাপন করো;
গ. সাপ্লাই এর সাথে যুক্ত করে সুইচ অন করো।

৪. কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করো ।

ক. ক্লিপ অন মিটার/এ্যাভো মিটারের সাহায্যে ইনফরমেশন পিটের ২.২.১ অনুসরণ করে কারেন্ট, ভোজে ও রেজিস্ট্যান্স পরিমাপ করো।

কাজের সতর্কতা

• অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে
• বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে 

• কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে

আত্নপ্রতিফলন

ডি-ফ্রষ্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট তৈরি করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন
করতে হবে।

Content added By
Promotion