পারদর্শিতার মানদন্ড
- স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
- প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা
- স্পেসিফিকেশন অনুযায়ী সাকশন, ডিসচার্জ লাইন, স্ট্রেইনার, কন্ডেনসারে লকরিং সংযোগ করা
- স্পেসিফিকেশন অনুযায়ী (কপার টিউব ফিটিংস জব) এতে লকরিং সংযোগ করা জবের লিক টেস্ট করা
- কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা
- অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
- ওয়েস্টেজ এবং স্ক্যাপ গুলো নির্ধারিত স্থানে ফেলা
- কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমাদান করা
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম
খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)
(গ) মালামাল (Raw Materials)
(ঘ) কাজের ধারা
১. টিউৰ প্রস্তুত করো।
ক. কপার টিউবের প্রাপ্ত টিউব কাটার দিয়ে সমান ভাবে কাট।
খ. টিউবের প্রাপ্ত ফাইল বা স্যান্ড পেপার দিয়ে ঘষে মসৃণ করো।
গ. রিমার বা ডিবুরিং টুলস দিয়ে টিউবের কাটা প্রাজ্ঞেরচেপে যাওয়া অংশ টেনে বের করো।
২. জবের উপর লকপ্রিপ প্রয়োগ কর।
ক. কপার টিউবের ভেতর লকরিং প্রবেশ করাও।
খ. কপার টিউবের প্রাপ্ত জয়েন্টের ভেতর প্রবেশ করাও।
গ. জয়েন্টের ভেতর কপার টিউবের প্রাপ্ত বতটুকু অংশ প্রবেশ করে ততটুকু অংশ মার্কিং করো।
ঘ. মার্কিং করা অংশে লকপ্রিশ প্রয়োগ কর ।
কাজের সতর্কতা
- অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে।
- কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রইনারকে জানাতে হবে।
আত্মপ্রতিফলন
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ইউনিট মেরামত ও রক্ষণাবেক্ষনের প্রয়োজনে টিউবে লকরিং সংযোগ করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
Read more