পাইল (Pile) এর শ্রেণিবিভাগ (১০.৭)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
431
431

ব্যবহারের ভিত্তিতে পাইল নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-

  • ভারবাহী বা বিয়ারিং পাইল (Bearing Pile)
  • ঘর্ষণ বা ফ্রিকশন পাইল (Friction Pile)
  • শিট পাইল (Sheet Pile)
  • নোংগর বা অ্যাংকর পাইল (Anchor Pile)
  • ব্যাটার পাইল (Batter Pile)
  • ফেন্ডার পাইল (Fender Pile)
  • কম্প্যাকশন পাইল (Compaction Pile)

ম্যাটেরিয়ালস এর ভিত্তিতে পাইল নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়—

  • টিম্বার পাইল (Timber Pile)
  • কংক্রিট পাইল (Concrete Pile)
  • কম্পোজিট পাইল (Composite Pile)
  • স্টিল পাইল (Steel Pile)
  • স্যান্ড পাইল (Sand Pile)
  • রট আয়রন পাইল (Wrought Iron Pile)
  • কাস্ট আয়রন পাইল (Cast Iron Pile)

বহুতল ভবনের নির্মাণ কাজে জলাবদ্ধ এলাকায় বা নরম মাটির জন্য কিংবা সাধারণ নির্মাণ কাজের জন্য কংক্রিট পাইল বেশি ব্যবহার করা হয়। কংক্রিট পাইল আবার নির্মান পদ্ধতি অনুযায়ী দুই প্রকার—

  • প্রি-কাস্ট পাইল (Pre-Cast Pile)
  • কাস্ট-ইন-সিটু পাইল (Cast-in-Situ Pile
    • কেইসড কাস্ট-ইন-সিটু পাইল (Cased Cast-in- Situ Pile)
    • আনকেইসড কাস্ট-ইন-সিটু পাইল (Uncased Cast - in Situ Pile)

এছাড়াও কংক্রিটের আরও এক ধরনের পাইল আছে যেমন—

  • প্রি-স্ট্রেসড কংক্রিট পাইল (Pre-Stressed Concrete Pile)
Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;