প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. শানা কি? 
২. ডেন্ট বা স্পিলিট কি? 
৩. ডেন্টিং বলতে কি বুঝায় ? 
৪. রিড কাউন্টের সংজ্ঞা দাও । 
৫. ব্রাডফোর্ড সিস্টেমে রিড কাউন্ট কাকে বলে। 
৬. শানার মূল কাজ কী ? 
৭. পড়েন সুতা কাপড়ের পৃষ্ঠে কে লাগিয়ে দেয় । 
৮. শানার দুইটি তারের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলে ?

সংক্ষিপ্ত প্রশ্ন
১. শানার প্রকার ভেদ লেখ। 
২. যে কোন এক প্রকার রিড কাউন্টের ব্যাখ্যা দাও। 
৩. শানার ডেন্টিং করার ক্ষেত্রে সতর্কতাসমূহ লেখ । 
৪. শানার প্রতিটি ডেন্টের মধ্য দিয়ে টানা সুতা ব্যবহারের সংখ্যা কীসের উপর নির্ভর করে? 
৫. অসম শানা গাথা কেন প্রয়োজন বর্ণনা কর ।

রচনামূলক প্রশ্ন 
১। তাঁতে ব্যবহার শানার চিত্রসহ বর্ণনা কর ।

Content added By
Promotion