বহুতল আবাসিক ইমারত সম্পর্কিত ড্রয়িং

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
1

জনসংখ্যার ক্রমবর্ধমান চাপে স্থান সংকুলান না হওয়ায় সীমিত পরিসরে অধিক লোক সংকুলানের জন্য পাশের দিকে না যেতে পেরে মানুষ এখন ছুটছে ঊর্ধ্বপানে। তাই তৈরি হচ্ছে গগনচুম্বি (Skyscraper) সব ইমারত। দুই-এর অধিক তলা বিশিষ্ট এরূপ ইমারতকে বহুতল ভবন/ইমারত (Multi Storied Building) বলে।

নিরাপত্তা, আরামদায়ক, পারিপার্শ্বিক প্রতিকূলতা, দৈনন্দিন সুযোগ-সুবিধা ও প্রতিপত্তি প্রভৃতি চাহিদা পূরণের লক্ষ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে দীর্ঘ সময়ের জন্য যে ভবনে বা ইমারতে বসবাস করে যাতে সার্ভিস সুবিধাদি নিজস্ব বা ব্যক্তিমালিকানাধীন থাকে তাকে বাড়ি বা আবাসিক ইমারত বলে। আবাসিক ইমারত যখন দুই-এর অধিক তলা বিশিষ্ট হয় তখন তাকে বহুতল আবাসিক ইমারত (Multi Storied Residential Building) বলে। সাধারণ ফ্লাট বাড়ি, অ্যাপার্টমেন্ট হাউস বহুতল আবাসিক ইমারত এর অন্তর্ভুক্ত।

Content added By

একটি বহুতল আবাসিক ইমারতের বিভিন্ন এরিয়ার অন্তর্ভুক্ত করে নাম

0

যে কোনো ধরনের আবাসিক ইমারতের এরিয়াসমূহকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়। শুধুমাত্র সার্ভিস এরিয়ায় কিছু কক্ষ সংযুক্তি ছাড়া অন্যান্য কক্ষসমূহ মোটামুটি একই ধরনের। তবে খেলাধুলার, প্রার্থনা, চিত্তবিনাদেনের কক্ষ বা এরিয়া ইত্যাদি কক্ষ বা এরিয়াসমূহ সবাই একত্রে ব্যবহার করে বলে এ সকল কক্ষসমূহ সার্ভিস এরিয়ার অন্তর্ভুক্ত ধরা হয়। বহুতল আবাসিক ইমারতের বিভিন্ন এরিয়া ও এরিয়ার অন্তর্ভুক্ত কক্ষের নামসমূহ নিম্নরূপ—

  • স্লিপিং এরিয়া
    • শয়ন কক্ষ বা বেডরুম (Bed Room )
    • অ্যাটাচ্‌ড টয়লেট ও বারান্দা (Attached' Toilet & Verandah )
    • প্রসাধন বা ড্রেসিং রুম (Dressing Room)  
    • ডেন (Den) বা হবি (Hobby) রুম  
    • প্রার্থনা (Pray Room) 
    • পাঠকক্ষ বা স্টাডি রুম (Study Room) 
    • টেরেস (Terrace)
  • লিভিং এরিয়া
    • বসার ঘর (Living Room)  
    • খাবার ঘর (Dining Room) 
    • খেলাধুলা বা চিত্তবিনাদেনের স্থান (Play or Recreation Room) 
    • পারিবারিক কক্ষ (Family Room) 
    • প্রবেশ কক্ষ (Entry Room, Foyer, Lobby) 
    • সংগীত কক্ষ (Music Room) 
    • লাইব্রেরি (Library) 
    • অতিথি কক্ষ (Guest Room) 
    • পেশিও, লানাই (Patio, Lanai )
  • সার্ভিস এরিয়া
    • রান্নাঘর বা কিচেন (Kitchen Room) 
    • উপযোগ বা ইউটিলিটি কক্ষ (Utility Room) 
    • লন্ড্রি রুম (Laundry Room) 
    • বেজমেন্ট (Basement )
    • গ্যারেজ বা কারপার্কিং (Basement Garage or Carparking) 
    • ওয়ার্কশপ এরিয়া (Workshop Area) 
    • ভাণ্ডার বা স্টোর (Store Room)

বহুতল ইমারতে কিছু কিছু সুযোগ-সুবিধা কমন বা সকলে একত্রে ভাগে বা ব্যবহার করে থাকে যেমন—

 

  •  অভ্যর্থনা কক্ষ (Reception Room) 
  • প্রার্থনা (Pray Area) 
  • সিঁড়ি (Stair case) 
  • লিফ্‌ট (Lift)  
  • অগ্নি নির্গমন সিঁড়ি বা ফায়ার স্টেয়ার (Fire Escape or Fire Stair) 
  • গারবেজ স্যুট (Garbage Shoot) 
  • হল রুম (Hall Room) 
  • কমন প্লে এরিয়া (Common Play area )

 

Content added By

একটি বহুতল আবাসিক ইমারতের বিভিন্ন ফ্লোর

0
  • বেজমেন্ট ফ্লোর (Basement Floor ) 
  • গ্রাউন্ড ফ্লোর (Ground Floor) বা নিচ তলা বা প্রথম তলা  
  • টিপিক্যাল ফ্লোর (Typical Floor) [ফ্লোরসমূহ একই হলে আলাদা আলাদা প্রতিটি ফ্লোর না লিখে টিপিক্যাল ফ্লোর লিখা হয় ।] 
  • দ্বিতীয় তলা (1st Floor ) 
  • তৃতীয় তলা (2nd Floor) 
  • চতুর্থ তলা (3rd Floor ) 
  • পঞ্চম তলা (4th Floor) 
  • ষষ্ঠ ও অন্যান্য (যতটি ফ্লোর থাকবে) (5th Floor.......) 
  • টপ ফ্লোর [Top Floor] 
  • রুফ টেরাস (যদি থাকে) [Roof Terrace]। 
  • পেন্ট হাউজ (যদি থাকে) [Pent House] 
  • মেজানাইন ফ্লোর (যদি থাকে) [Mezzanine Floor]

বেজমেন্ট ফ্লোর (Basement Floor): মাটির নিচে অর্থাৎ ভূমিতলের (Ground Level) নিচে যে ফ্লোর তৈরি করা হয় তাকে বেজমেন্ট ফ্লোর (Basement Floor) বলে। এটি এক বা একাধিক ফ্লোর বিশিষ্ট হতে পারে। পার্কিং, ওয়ার্কশপ, হল রুম, কমিউনিটি হল, চিত্তবিনাদেন বা খেলাধুলা ইত্যাদি উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে।

গ্রাউন্ড ফ্লোর বা নিচ তলা বা প্রথম তলা (Ground Floor): মাটির বা ভূমির উপর প্রথম যে ফ্লোর তৈরি করা হয় তাকে গ্রাউন্ড ফ্লোর (Ground Floor) বলে। যে সকল স্থানে বেজমেন্ট ফ্লোর করা হয় না সে ক্ষেত্রে বেজমেন্টের মত একই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। বেজমেন্ট থাকলে মোটর রুম, জেনারেটর রুম, গার্ডরুম, খেলাধুলার স্থান, কিংবা কখনও কখনও ছোট কোন ফ্লাটও তৈরি করা হয়ে থাকে।

টিপিক্যাল ফ্লোর (Typical Floor): পরপর ফ্লোরসমূহ একই রকম হলে তাদেরকে একত্রে টিপিক্যাল ফ্লোর (Typical Floor) বলে। তবে এটি শুধু ডিজাইন বা ড্রয়িং-এ প্রযোজ্য। বাস্তবে প্রতিটি ফ্লোরকে আলাদা আলাদা নামে বলা হয় যেমন— দ্বিতীয়, তৃতীয়, বা চতুর্থ তলা ইত্যাদি ।

দ্বিতীয় তলা (1st Floor): নিচ তলার উপরের অর্থাৎ নিচ থেকে দ্বিতীয় অবস্থানে অবস্থিত তলাকে দ্বিতীয় তলা (1st Floor) বলে। যদিও দ্বিতীয় অবস্থানে অবস্থিত তথাপি আমেরিকান প্রথায় একে ফার্স্ট ফ্লোর বলে কিন্তু ব্রিটিশ প্রথায় একে সেকেন্ড ফ্লোর বলে ।

তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ততোধিক তলা (2nd 3rd 4th 5th.... Floor): যত তলা বিশিষ্ট হোক না কেন নিচের থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, বা ষষ্ঠ যেই অবস্থানে যে ফ্লোর অবস্থিত সেই অনুযায়ী বাংলায় যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ তলা ও ইংরেজিতে একটি সংখ্যা কম করে ফ্লোরের নামকরণ (2nd 3rd 4th 5th.... Floor) করা হয়ে থাকে ।

টপ ফ্লোর: সবচেয়ে উপরে অবস্থিত ফ্লোরকে টপ ফ্লোর (Top Floor) বলা হয় । 

রুফ টেরাস (Roof Terrace): ছাদের উপরে কোনো আনুষাঙ্গিক কাঠামো নির্মাণ করা হলে যেমন— পারগোলা (জালির ন্যায় ফাঁকা যুক্ত ছাদ), বাগান, হল রুম, কিছু অংশ শেড বা ছাউনি ইত্যাদি তৈরি করা হলে এর ব্যবহার পরিবর্তন হয়ে যায়। এরূপ কাজে ব্যবহার হলে তখন ছাদকে রুফ টেরাস বলে । 

পেন্ট হাউস (Pent House): ছাদের অর্ধাংশ বা অংশ বিশেষ রুফ টেরাস, বাকি অংশে অপেক্ষাকৃত বিলাসবহুল বাড়ি তৈরি হলে টেরাসসহ সম্পূর্ণ বাড়িটিকে সাধারণভাবে পেন্ট হাউস (Pent House) বলে।

মেজানাইন ফ্লোর (Mezzanine Floor) : দুটি প্রধান ফ্লোর যেমন দ্বিতীয় ও তৃতীয় তলা-এর মাঝে যে কোনো উচ্চতায় (সাধারণত Men Height এ) অন্য একটি আংশিক বা কিছু অংশ পর্যন্ত একটি ফ্লোর নির্মাণ করা হলে তাকে মেজানাইন ফ্লোর (Mezzanine Floor) বলে। এটি সাধারণত ডাবল হাইট স্পেসে বেশি ব্যবহার হয়ে থাকে। এছাড়া অ্যাপার্টমেন্টের লবি বা রিসিপশন, কমন এরিয়া, লিভিং বা ফ্যামিলি লিভিং ইত্যাদি এরিয়াতে তৈরি করা হয় ।

Content added By

বহুতল আবাসিক ইমারতের প্ল্যান, এলিভেশন, সেকশন অঙ্কনে বিবেচ্য বিষয়

0

একটি বহুতল আবাসিক ইমারতে একই সঙ্গে অনেক লোক বসবাস করে । সকলের চাহিদা, দৃষ্টিভঙ্গি, ব্যবহার বা প্রয়োগ করার ধরন একই রকম হয় না। এ কারণে ডিজাইন এবং ড্রয়িং করার সময়ও এ সকল বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। একটি বহুতল আবাসিক ইমারতে প্ল্যান, এলিভেশন, সেকশন অঙ্কনে বিবেচ্য বিষয়সমূহ নিম্নরূপ—

  • প্ল্যান অঙ্কনের সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটি ফ্লোর এর ধারাবাহিকতা বজায় থাকে। 
  • সিঁড়ি অঙ্কনের সময় আপ ডাউন, নিচ তলা, টিপিক্যাল ফ্লোর, সিঁড়ির নিচে প্রবেশ পথ হলে তাতে পোর্চ এবং এন্ট্রির ধরন ইত্যাদি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
  • প্ল্যানে টয়লেট বা বাথরুম ও কিচেন-এর পাইপ বা অন্যান্য কোনো পাইপের ট্রাপ নিচের অন্য ফ্লোর এর কোনো মেইন রুম বরাবর পরে কিনা তা লক্ষ্য রাখতে হবে। যতদূর সম্ভব কোনো রুম বরাবর না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 
  • যদি ফ্রেম স্ট্রাকচার হয় এবং কোনো ফ্লোরে রুম অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন করা প্রয়োজন হয় তখন রুমের মাঝ বরাবর যেন কোনো বিম না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • প্ল্যান অঙ্কনের সময় এলিভেশনে কিরূপ হবে তাও বিবেচনা করতে হবে। 
  • সকলের গাড়ির পার্কিং-এর জায়গা হবে কিনা হলে কীভাবে থাকবে তা ড্রয়িং-এ দেখাতে হবে।  
  • ডিজাইনের কারণে কেউ যেন অতিরিক্ত সুবিধা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখবে। আজকাল পর পর প্রতিটি ফ্লোর-এর বাইরের ডিজাইন একই হয় না তাই কোনো ফ্লোর এ কি রকম হবে ড্রয়িং করার সময় তা খেয়াল রাখতে হবে।
  • এলিভেশনে কোন অংশ সবচেয়ে দূরে আর কোণ অংশ সবচেয়ে কাছে তা ড্রয়িং-এ প্রকাশ করতে হবে। এজন্য লাইন থিকনেস প্রয়োগে সতর্ক থাকতে হবে। 
  • এলিভেশনে ম্যাটেরিয়ালসের সিম্বল প্রয়োজন হলে দেখাতে হবে। শুধুমাত্র ড্রয়িং সুন্দর দেখানোর জন্য ব্যবহার করা উচিত নয়। 
  • এলিভেশনে কোথাও বাঁকা বা বৃত্তাকার কিংবা স্লোপ বা হেলানো পৃষ্ঠ থাকলে তার জন্য প্রয়োজনীয় রেন্ডারিং করে বোঝাতে হবে। 
  • সেকশন করার সময় প্রতিটি কাটা অংশের এবং এলিভেশন অংশের ড্রয়িং গাঢ় ও হালকা (যেখানে যেটি প্রয়োজন) করে আঁকতে হবে। 
  • সেকশন করার সময় এলিভেশন অংশের ড্রয়িং যেন সেকশন অংশের চেয়ে গাঢ় না হয়। 
  • সেকশন করার সময় পরপর ফ্লোরে কক্ষসমূহের অবস্থান অঙ্কনে সতর্ক থাকতে হবে। সেকশনে সঠিক ম্যাটেরিয়ালস সিম্বল দেখাতে হবে। 
  • সেকশন, ও প্ল্যানে ডাইমেনশন দেয়ার সময় সাবধানতার সাথে সঠিক নির্ভুলভাবে ডাইমেনশন দিতে হবে। সেকশন ও প্ল্যানে ডিটেইলের অংশ সঠিকভাবে চিহ্নিত করতে হবে। 
  • মনে রাখতে হবে প্ল্যানের এবং ড্রয়িং-এর ছোট একটু ত্রুটি বাসিন্দাদের আজীবন ভোগান্তির কারণ হয়ে থাকবে।
Content added By

বহুতল আবাসিক ইমারতের প্রধান প্রবেশ পথ ও সিঁড়ির অবস্থান

0

মুসলিম রীতি ও আধুনিক স্থাপত্য ধারা অনুযায়ী প্রধান প্রবেশপথ হওয়া উচিত সহজগম্য ও খোলামেলা যেন সবাইকে ভিতরে প্রবেশে আমন্ত্রণ করে। এর অবস্থান এমন স্থানে হবে যেন সহজেই দৃষ্টিগাচের হয় বা চোখে পড়ে এবং বাড়ির সকল অংশ থেকে সহজেই যাতায়াত করা যায়। সিঁড়ির অবস্থান হতে হবে এমন স্থানে যেন আলো-বাতাস সহজেই চলাচল করতে পারে। প্রতিটি পরিবার বা ইউনিট থেকে যেন সহজেই যাতায়াত করা যায়। সিড়ি থেকে কোনো ইউনিট খুব বেশি দূরে না হয় বা ঘুরে যেতে না হয়, আবার কাছের ইউনিট এ যেন প্রাইভেসী বজায় থাকে বহুতল আবাসিক ইমারতের প্রধান প্রবেশ পথ ও সিড়ির অবস্থান নিম্নরূপ হওয়া উচিত—

  • এমন স্থানে হবে যেন সহজেই দৃষ্টিগোচর হয়।
  • রাস্তা থেকে সরাসরি বা সহজে যাওয়া যায়।
  • বাড়ির প্রতিটি ইউনিট থেকে সহজে ও অল্প সময়ে যাওয়া যায় ।
  • প্রধান প্রবেশ পথ ও সিঁড়ি অবস্থান এমন স্থানে হবে যেন খোলামেলা ও আলো বাতাস পর্যাপ্ত আসতে পারে।
  • প্রয়োজনের অতিরিক্ত জায়গা না দখল করে বা অপচয় না হয় ।
  • ফায়ার স্টেয়ার থেকে কাছে এবং সহজে বের হয়ে আসা যায়।
  • প্রধান প্রবেশ পথ দিয়ে যেন সহজে ব্যক্তিগত যানবাহন প্রবেশ করতে ও বের হয়ে আসতে পারে ।
  • গাড়ি ও মানুষ প্রবেশের পৃথক ব্যবস্থা থাকলে ভালো হয় ।
  • সিঁড়িতে যেন সহজেই মালপত্র নেয়া আনা করা যায় ।
  • সিঁড়ি প্রধান সড়কের বা প্রধান প্রবেশ পথের দিকে হবে তবে দক্ষিণ দিক হলে সেদিকে সিঁড়ি না দেয়াই ভালো । সেক্ষেত্রে অল্প দূরত্ব অতিক্রম করলে হবে এমন অন্য যে কোনো দিকে দেয়া যায়।
  • খুব লম্বা ইমারতের জন্য মাঝামাঝি অবস্থানে রাখলে সবদিক থেকে যাতায়াত সুবিধা হয়, জায়গার অপচয় কম হয় ।
Content added By

প্রশ্নমালা

0

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. বহুতল আবাসিক ইমারতের প্রধান এরিয়াসমূহের নাম লিখ । 

২. বহুতল ইমারতে কমন বা সকলে একত্রে ভাগে ব্যবহার করে এমন সুযাগে-সুবিধাসমূহ উল্লেখ কর । 

৩. পেন্ট হাউজ কাকে বলে? 

৪. টিপিক্যাল ফ্লোর কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. বহুতল আবাসিক ইমারতের লিভিং এরিয়ার বিভিন্ন কক্ষের নাম লেখ। 

২. একটি বহুতল আবাসিক ইমারতের বিভিন্ন ফ্লোরসমূহের নাম লেখ। 

৩. মেজানাইন ফ্লোর-এর বর্ণনা দাও

রচনামূলক প্রশ্ন 

১. বহুতল আবাসিক ইমারতের এরিয়াসমূহের বিভিন্ন কক্ষের নাম লেখ।। 

২. বহুতল আবাসিক ইমারতের বিভিন্ন ফ্লোর সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও । 

৩. বহুতল আবাসিক ইমারতের প্ল্যান, এলিভেশন, সেকশন অঙ্কনে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর । 

৪. বহুতল আবাসিক ইমারতের প্রধান প্রবেশ পথ ও সিঁড়ির অবস্থান কিরূপ হওয়া উচিত বর্ণনা কর।

Content added By
Promotion