অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের ট্রেঞ্চ প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing ) এর প্ল্যান ७ সেকশন অঙ্কন করে মাপ' ও রড দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল -
লাইন, অফসেট, টিম, হ্যাচ ইত্যাদি কমান্ড দিয়ে নিচের নমুনা চিত্রের (চিত্র-৮.৩.১) মত করে কলাম ফুটিংটি এঁকে নিতে হবে ।
ডাইমেনশন কমান্ড দিয়ে মাপসমূহ দিতে হবে। এক্ষেত্রে ED লিখে এন্টার করলে ডাইমেনশন লাইনের টেক্সটসমূহ এডিট করা যাবে। মাপ না লিখে DF, d1, d2 ইত্যাদি প্রয়োজন অনুযায়ী লিখতে হবে
যেকোন ফুটিং-এর জন্য নিজের (চিত্র-৮.৩.২) ছকটি লাইন দিয়ে এঁকে বা ছকে ক্লিক করে টেবিলের কলাম 'ও সারি (Row) সংখ্যা এবং কলামের চওড়া ও সারির উচ্চতা লিখে টেবিল ইনসার্ট করে, ভিতরের টেক্সটসমূহ লিখে নিতে হবে।
অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে কৰাইড ও স্পাইরাল কলাম ফুটিং (Combined & Spiral Column Footing) এর প্ল্যান ও সেকশন অঙ্কন করে মাপ ও রভ দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ নিচে লিখিত হল-
পূর্বের (৮.৩) একই নিয়মে নিজের চিত্রানুযায়ী (চিত্র-৮.৪ ও ৮.৫) ফুটিসমূহ এঁকে নিতে হবে। কোনো স্ট্রাকচারে কম্বাইন্ড ও স্পাইরাল কলাম ফুটিং থাকলে ফুটিং শিডিউলে তা উল্লেখ করে দিতে হবে ।
অঙ্কন প্রণালিঃ
অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে ওয়ান ওয়ে ও টু-ওয়ে স্ল্যাব ও ফ্লাট প্লেটে রঙ প্লেসমেন্ট অঙ্কন করে মাপ ও র দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—
অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে সিঁড়ির ফ্লাইটে রঙ প্লেসমেন্ট (Reinforcement in Stair Flight) এর অঙ্কন করে মাপ ও রড দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
Read more