ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ব্যতীত বর্তমান সভ্যতা অচল। কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান, মার্কেট, হাসপাতাল প্রতিটি ক্ষেত্রই প্রত্যক্ষ বা পরাক্ষেভাবে বিদ্যুৎ দিয়ে চালিত। আবাসিক বাড়িও এর ব্যতিক্রম নয়। নগর জীবনের প্রায় প্রতিটি কাজে বিদ্যুৎ অঙ্গাঙ্গীভাবে জড়িত। ৰাতি, পাখা বা ফ্যান, বৈদ্যুতিক চুলা, হিটার, এয়ার কুলার, ওভেন, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার (Water Purifier), ডিস ওয়াসার ইত্যাদি প্রতিটি দৈনন্দিন ব্যবহার্য যন্ত্রই বিদ্যুৎ দিয়ে চালিত হয়। এসকল দ্রব্যাদির বা ফিচার সঠিক ও পরিপূর্ণ ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সঠিক জায়গায় সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী ফিচার বসানো খুবই জরুরি। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি শ্রমেরও অপচয় রাধে হয় ।
ইমারতে বৈদ্যুতিক সরঞ্জামাদির পূর্ণ ব্যবহার, বিদ্যুৎ অপচয় রাখে, দুর্ঘটনা এড়ানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রদর্শনের জন্য যে নকশার বৈদ্যুতিক ফিচার ও ফিটিংস এবং ওয়ারিং-এর বিন্যাস দেখানো হয় তাকে ইলেকট্রিক্যাল লে-আউট (Electrical Layout) বলে।
চিত্র-১১.১: একটি বেড রুমের বৈদ্যুতিক ফিচার ও ফিটিংস এবং বৈদ্যুতিক ওয়্যারিং-এর বিন্যাস
ইলেকট্রিক্যাল লে-আউট মূলত ওয়ার্কিং প্ল্যান যে স্কেলে করা হয় সেই একই স্কেলে করা হয়। এতে প্রধানত নিম্নলিখিত বিষয় দেখানো হয়—
ইলেকট্রিক্যাল ফিচার (যে সকল সামগ্রী মানুষ সরাসরি ব্যবহার করে) ও ফিটিংস (ফিচার সংযোগ বা ব্যবহার করার জন্য যে সকল সামগ্রী ব্যবহার হরা হয়) সমূহের নাম নিচে দেয়া হল –
ইলেকট্রিক্যাল ফিচার (Electrical Fixturel Appliance) | ইলেকট্রিক্যাল ফিটিংসসমূহ (Electrical Fittings) |
ফ্যান (Fan) | সুইচ (Switch) |
টিউব লাইট (Fluorescent Light) | সকেট (Socket) |
বাতি বা লাইট (Incandescent Light) | সুইচ বোর্ড (Switch Board) |
এগজস্ট ফ্যান (Exhaust Fan) | রেগুলেটর (Regulator) |
এয়ার কুলার (Air Cooler or Conditioner ) | ব্যালাস্ট, স্টার্টার (Balast, Starter) |
ওয়াটার হিটার (Water Heater) | মিটার (Meter) |
কলিং বেল (Calling Bell ) | তার বা ওয়্যার (Electric Wire ) |
রেফ্রিজারেটর ও ফ্রিজ (Refrigerator & Freezer) | টু পিন ও থ্রি পিন প্লাগ (2-Pin & 3-Pin Plug & Freezer) |
ভ্যাকুয়াম ক্লিনার (Vacuum Cleaner) | সার্কিট ব্রেকার (Circuit Breaker) |
ওভেন/মাইক্রোওয়েভ ওভেন (Oven/ Microwave oven) | ডিস্ট্রিবিউশন বোর্ড (Distribution Board) |
ইলেকট্রিক ইস্ত্রি (Electric Iron ) | বাল্ব হোল্ডার (Bulb Holder) |
ডিস ওয়াশার ( Dish Washer) | মেইন সুইচ (Main Switch) |
রাইস কুকার (Rice Cooker) | কাট আউট/ফিউজ (Cut out, Fuse) |
ব্লেন্ডার গ্রাইন্ডার/মিক্সার (Blender / Grinder / Mixture) | ভোল্টেজ স্টেবিলাইজার (Voltage Stabilizer ) |
ব্রোয়ার (Blower) | মাল্টি প্লাগ (Multi Plug ) |
সিডিউল বলতে সাধারণ ভাষায় কোনো কিছুর তালিকা বোঝায়। কনস্ট্রাকশন সম্পূর্ণ করার জন্য আইটেম (Item) সমূহের সুবিন্যস্ত তালিকা যা দেখে মালামাল অর্ডার করা যায় বা নির্মাণ কাজ পরিচালনা করা যায়। এতে কি ম্যাটেরিয়ালস ব্যবহার হবে শুধু তা উল্লেখ করা থাকে না। সিডিউলে ফিকচারের পরিমাণ ও ধরন, ফিনিশসমূহ (Finishes), সামগ্রী /সরঞ্জাম (Appliance), ম্যাটেরিয়ালস, কখনও কখনও আসবাব ও সহায়ক সামগ্রীর (Accessories) তালিকাও দেয়া থাকে। নিচে একটি ইলেকট্রিক্যাল লে-আউটের সিডিউল (ফিচারের পরিমাণ ছাড়া) দেয়া হল—
নিম্নলিখিত কারণে একটি ইমারতে ইলেকট্রিক্যাল লে-আউট করা হয়-
নিচে একটি বাড়ির টিপিক্যাল ফ্লোরের ইলেকট্রিক্যাল লে-আউট দেখানো হল-
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. ইলেকট্রিক্যাল লে-আউট কাকে বলে?
২. ইলেকট্রিক্যাল লে-আউটে কী কী বিষয় দেখানো হয়?
৩. ইলেকট্রিক্যাল ফিচার কী?
৪. ইলেকট্রিক্যাল ফিটিংস কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ফিক্চার ও ফিটিংস-এর পার্থক্য লেখ।
২. চারটি ইলেকট্রিক্যাল ফিচার ও চারটি ইলেকটিক্যাল ফিটিংস-এর নাম লেখ ।
৩. ইলেকট্রিক্যাল লে-আউটের সিডিউল প্রস্তুতের কারণ বর্ণনা কর।
রচনামূলক প্রশ্ন
১. বিভিন্ন প্রকার ইলেকটিক্যাল ফিক্চার ও ফিটিংসসমূহের নাম লেখ।
২. যে কোনো পাঁচটি ইলেকট্রিক্যাল আইটেমের একটি ইলেকট্রিক্যাল লে-আউটের সিডিউল প্রস্তুত কর।
৩. ইলেকট্রিক্যাল লে-আউট-এর প্রয়োজনীয়তা বর্ণনা কর ।
Read more