বায়ু দূষণ |
পানি যেমন আমাদের জীবনধারণে অপরিহার্য একটি উপাদান, বাতাসও কিন্তু তাই। আমরা বাতাসের মধ্যেই বসবাস করি, ক্রমাগত নিঃশ্বাস নেই। দেখতে না পেলেও, বাতাসের প্রবাহ কিন্তু আমরা ঠিকই অনুভব করি। ঝড়ের সময় আমরা টের পাই অদৃশ্য বাতাসের দানবীয় শক্তি। আচ্ছা, বাতাসেরও কি দূষণ হতে পারে? এ থেকেও কি ছড়াতে পারে বিভিন্ন রোগ? চলো, একটু ভেবে দেখি!
প্রথম ও দ্বিতীয় সেশন |
ক্রমিক নং | দলের সদস্যের নাম | এলাকার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে | এলাকার কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে | কোনো বিশেষ সাদৃশ্য ও বৈসাদৃশ্য |
নিঃশ্বাস নিতে যেমন লাগে | স্থান-১ | স্থান-২ | স্থান-৩ | স্থান-৪ | স্থান-৪ |
অনেক ভালো | |||||
ভালো | |||||
সাধারণ | |||||
খারাপ | |||||
অনেক খারাপ |
মহাদেশ | পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে? | সেই অঞ্চলের আশপাশে কী কী আছে? | দূষিত বাতাস কোথায় কোথায় আছে? | সেই অঞ্চলের আশপাশে কী কী আছে? |
এশিয়া |
| |||
ইউরোপ |
| |||
উত্তর আমেরিকা |
| |||
দক্ষিণ আমেরিকা |
| |||
আফ্রিকা |
| |||
অস্ট্রেলিয়া |
| |||
অ্যান্টার্কটিকা |
|
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেশন |
সব তথ্য গুছিয়ে নিচের ছকে লিখে রাখো। | |
মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব
| |
অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর ওপর প্রভাব
| |
প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব
|
টি ব্যাগ ডোবানোর সাথে সাথে | ১ মিনিট পর | ২ মিনিট পর | ৫ মিনিট পর | |
পানির রং |
|
বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার গতি (দ্রুত/ধীরে) | কারণ ব্যাখ্যা | |
সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে |
| |
স্কচটেপ লাগিয়ে তার ওপরে বেলুন ফুটো করলে |
|
ষষ্ঠ সেশন |
বায়ু দূষণকারী পদার্থ | পদার্থের ধরন |
ক্ষুদ্র বস্তুকণা (PM) | বায়ু দূষণের অন্যতম উপাদান, যার সাথে অনেক স্বাস্থ্যঝুঁকি জড়িত। এসব বস্তুকণায় বিভিন্ন উপাদান পাওয়া যায়; যেমন সালফেট ও নাইট্রেট যৌগ, অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড, কার্বন, ধূলিকণা এবং জলীয় বাষ্প |
কার্বন মনোক্সাইড (CO) | বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন বিষাক্ত গ্যাস; মূলত কার্বনভিত্তিক ফুয়েল (যেমন: কাঠ, পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন ইত্যাদি) পোড়ানোর ফলে উৎপন্ন হয়। |
নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2) | মূলত যানবাহনের ধোঁয়া এবং শিল্প কারখানা থেকে উৎপন্ন হয় এই ক্ষতিকর গ্যাস। |
সালফার ডাই অক্সাইড (SO2) | বর্ণহীন কিন্তু কড়া ঘ্রাণযুক্ত গ্যাস। সাধারণত ফসিল ফুয়েল পোড়ানোর ফলে বাতাসে মেশে। |
পরমাণুর বিন্যাস সম্পর্কে রাদারফোর্ডের মডেলের মূল ধারণা কী? | |
পরমাণুর বিন্যাস সম্পর্কে বোরের মডেলের মূল ধারণা কী? | |
এই দুই মডেলের মূল পার্থক্য কোথায়? |
বাড়ির কাজ |
সপ্তম ও অষ্টম সেশন |
নবম ও দশম সেশন |
একাদশ ও দ্বাদশ সেশন |
ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ ও ষোড়শ সেশন |
তোমার উত্তর অন্যদের সাথে মিলিয়ে দেখো।
সপ্তদশ ও অষ্টাদশ সেশন |
ঊনবিংশ ও বিংশতম সেশন |
বায়ু দূষণকারী পদার্থের নাম | কোন কোন মৌলের সমন্বয়ে সৃষ্ট | কোন ধরনের রাসায়নিক বন্ধন | উত্তরের পক্ষে যুক্তি কী? |
কার্বন মনোক্সাইড (CO)
| |||
ওজোন (০3)
| |||
নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂)
| |||
সালফার ডাই অক্সাইড (SO₂)
|
একবিংশ ও দ্বাবিংশ সেশন |
ত্রয়োবিংশ সেশন |
Read more