বিভিন্ন প্রকার রেখা অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
Please, contribute to add content into বিভিন্ন প্রকার রেখা অঙ্কন.
Content

ড্রয়িং শিটে বিভিন্ন প্রকার রেখা অঙ্কন ও এর প্রয়োগ

প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল: পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটস্কয়ার, প্যারালাল বার বা টী স্কয়ার, ড্রয়িং শিট, ডাস্টার, ক্ষেল, ড্রয়িং বোর্ড ।

অঙ্কনপ্রণালিঃ 

  • প্রথমে ড্রয়িং বোডটিকে ডাস্টার-এর সাহায্যে ভালভাবে পরিষ্কার করে শিট স্থাপন করে বর্ডার লাইন টেনে নিতে হবে।
  • এবার সেট ক্ষরার এর সাহায্যে পিটটিকে আটটি ভাগ করে প্রতি ভাগে ভিন্ন ভিন্ন কোণে, লম্বভাবে এবং অনুভূমিক ভাবে লাইন টানতে হবে (চিত্রঃ২.১-২.৬)।
  • লাইনসমূহ আঁকা হলে চিত্রানুরূপ হবে। এরূপভাবে বাকী ঘরসমূহে লাইন আঁকতে হবে।
Content added || updated By

রেখার শ্রেণিবিভাগ অঙ্কন ও এর প্রয়োগ

প্রয়াজনীয় সরঞ্জাম ও মালামালঃ পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটস্কয়ার, প্যারালাল বার বা টী স্কয়ার, ড্রয়িং পিট, ডাস্টার, স্কেল, ড্রয়িং বোর্ড।

অঙ্কন প্রণালীঃ

  • প্রথমে ড্রয়িং বোর্ডটিকে ডাস্টার-এর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে শিট স্থাপন করে বর্ডার লাইন টেনে নিতে হবে।
  • এবার শিটকে লম্ব ভাবে চারটি ভাগ করে এবং অনুভূমিক ভাবে প্রতি প্রকার লাইনের জন্য এক সারি এভাবে হিসাব করে ভাগ করে নিতে হবে (চিত্র-২.২.১)।
  • এবার সকল রেখার নাম, চিত্র, ব্যবহার ও প্রয়োগের চিত্রসহ লিখতে হবে (চিত্র-২.২.১)।

চিত্র-২.২.১: রেখার শ্রেণিবিভাগের নমুনা ছক

চিত্র-২.২.২: রেখার শ্রেণিবিভাগের প্রয়োগ

Content added || updated By

বিভিন্ন রেখা ব্যবহার করে অবজেক্ট অঙ্কন ও ডাইমেনশন দেয়া

প্রয়োজনীয় সরঞ্জাম মালামাল: পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটস্কয়ার, প্যারালাল বার বা টা স্কয়ার, ড্রয়িং লীট, ফাস্টার, স্কেল, ড্রয়িং বোর্ড।

অঙ্কন প্রনালীঃ 

  • প্রথমে ড্রয়িং বোর্ডটিকে ডাস্টার এর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে শিট স্থাপন করে বর্ডার লাইন টেনে নিতে হবে।
  • এবার বিভিন্ন রেখা ব্যবহার করে চিত্রের অবজেক্টটিকে আঁকতে হবে (চিত্র-২.৩.) ।
  • অবজেক্টটি অঙ্কিত হয়ে গেলে চিত্রানুযায়ী মাপ রেখা অঙ্কন করতে হবে ।
  • মাপ রেখার উত্তরপাশে চিহ্ন ও এক্সটেনশন লাইন আঁকতে হবে।
  • এবার মাপ রেখার উপরে মাঝখানে মাপাঙ্ক লিখতে হবে। লম্ব বা পাশের মাপা সমূহ ডান দিক থেকে পড়া যায় এভাবে লিখতে হবে (চিত্র-২.৩)।
  • কৌণিক মাপসমূহ রেখার ঢালের সাথে মিলিয়ে লিখতে হবে।

চিত্র-২.৩: বিভিন্ন রেখা ব্যবহার করে একটি অবজেক্ট অঙ্কন ও এতে Dimensioning করা।

Content added By

আরও দেখুন...

Promotion