Summary
ভর সরাসরি মাপা যায় না, তাই সাধারণত ওজন মেপে ভর নির্ধারণ করা হয়। যখন বলা হয় যে কোনো বস্তুর ওজন 1 gm বা 1 kg, আসলে বোঝায় বস্তুটির ভর 1 gm কিংবা 1 kg। পূর্বে নিক্তির মাধ্যমে এক বাটখারার ভরের সাথে তুলনা করে ভর মাপা হত, কিন্তু এখন ইলেকট্রনিক ব্যালেন্সের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই ব্যালেন্সে নির্দিষ্ট বস্তু রেখে এর সেন্সর নিখুঁতভাবে ওজন নির্ধারণ করতে পারে।
চিত্র 1.08 : ডিজিটাল ওজন মাপার যন্ত্র।
ভর সরাসরি মাপা যায় না তাই সাধারণত ওজন মেপে সেখান থেকে ভরটি বের করা হয়। আমরা যখন বলি কোনো একটা বস্তুর ওজন 1 gm বা 1 kg তখন আসলে বোঝাই বস্তুটির ভর 1 gm কিংবা 1 kg. এক সময় বস্তুর ভর মাপার জন্য নিক্তি ব্যবহার করা হতো, যেখানে বাটখারার নির্দিষ্ট ভরের সাথে বস্তুর ভরকে তুলনা করা হতো। আজকাল ইলেকট্রনিক ব্যালেন্সের (চিত্র 1.08) ব্যবহার অনেক বেড়ে গেছে। ব্যালেন্সের ওপর নির্দিষ্ট বস্তু রাখা হলেই ব্যালেন্সের সেন্সর সেখান থেকে নিখুঁতভাবে ওজনটি বের করে দিতে পারে।
চিত্র 1.08 : ডিজিটাল ওজন মাপার যন্ত্র।
Read more