প্রিয় শিক্ষার্থী, সেশনের শুরুতে তোমার শিক্ষক ও সহপাঠীকে শুভেচ্ছা জানাও। একটি প্রার্থনার মধ্য দিয়ে সকলের সুস্থতা কামনা করো। প্রার্থনা পরিচালনায় শিক্ষক তোমাদের সহযোগিতা করবেন।
বিগত কয়েকটি সেশনে তুমি প্রাকৃতিক বিপর্যয়ের কিছু ধরন, তার কারণ ও প্রতিকার নিয়ে কাজ করেছ। পরবর্তী সেশনগুলোয় তুমি অনেক অজানা ও মজার বিষয় জানতে পারবে। আমরা আমাদের চারপাশে নানা ধরনের সমস্যা দেখতে পাই। এই সমস্যাগুলো হতে পারে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অথবা আন্তর্জাতিক। যা আমাদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে।
একক কাজ
এই পর্যায়ে শিক্ষক তোমাকে একটি একক কাজ দিবেন। তোমার চারপাশে বিদ্যমান এমন কিছু সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। নিচের ছকে সমস্যা বা চ্যালেঞ্জগুলো লিখে রাখো। তালিকা তৈরির ক্ষেত্রে এমন সমস্যা চিহ্নিত করবে যার সমাধানে তুমি নিজেও ভূমিকা রাখতে পারো।
|
১।
|
২।
|
৩।
|
8।
|
শিক্ষককে ধন্যবাদ দিয়ে শ্রেণি কার্যক্রম শেষ করো।
Read more