বিল্ডিং বা ভবনে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করানারে জন্য জানালা বা ফাঁকা (Opening) রাখা হয়। প্রচুর জানালা বা খোলামেলা থাকলে কক্ষে স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক অবস্থা বিরাজ করে। কিন্তু মধ্যাহ্নের বা অপরাহের প্রখর সূর্যের তাপে কক্ষ প্রচণ্ড উত্তপ্ত হয়ে অসহনীয় অবস্থার সৃষ্টি করে। এজন্য "সূর্যালোক বা ভাগ আড়াল করার জন্য জানালা বা ফাঁকা স্থানের উপর বা পাশে অনুভূমিক বা কৌণিক বা খাড়া ভাবে এক প্রকার কাঠামো নির্মাণ করা হয় একে সামনেড বলে। "
প্রখর রোদ থেকে বাঁচার জন্য মানুষ যেমন সানগ্লাস ব্যবহার করে ঠিক তেমনি ভবনকে অতিরিক্ত রোদ থেকে বাঁচানোর জন্য সানশেড ব্যবহার করা হয়। এতে শুধু রোদ থেকেই রক্ষা পাওয়া যায় না বৃষ্টি থেকেও কিছুটা রক্ষা পাওয়া যায়।
সানশেড আকৃতিভেদে বিভিন্ন প্রকারের হয়:
Read more