সিঙ্গেল 'ভি' বটি জোড় হরিজন্টাল ভার্টিক্যাল অবস্থানে তৈরি করার দক্ষতা অর্জন

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

সিঙ্গেল 'ভি' বাট জোড় হরিজন্টাল-ভার্টিক্যাল অবস্থানে তৈরি করার দক্ষতা অর্জন করতে পারবে।

Content added By

ওয়ার্কপিস প্রস্তুত

Content added By

ইলেকট্রোড নির্বাচন কর

১.২ এর অনুরূপ 

Content added By

ওয়ার্কপিস সংযোগ কর

১.৩ এর অনুরূপ

Content added By

ইলেকট্রোড হোল্ডারে আটকানো

১.৪ এর অনুরূপ 

Content added By

কারেন্ট সেট করা

১.৫ এর অনুরূপ 

Content added By

ওয়ার্কপিস ট্যাক করা

Content added By

ওয়ার্কপিস পূর্ব স্থাপন করা

Content added By

ওয়ার্কপিস হরিজন্টাল-ভার্টিক্যাল অবস্থানে আটকানো

Content added By

জোড়ের ওয়েল্ড সম্পন্ন করতে পারা

ওয়েল্ডিং এর ধোঁয়া নির্গমনের জন্য নির্গমন নজল সর্বাধিক সুবিধাজনক অবস্থানে অ্যাডজাস্ট কর।

  • ওয়েল্ডিং এর দিকে ইলেকট্রোড প্রায় ২০ ডিগ্রি হেলাও ।
  • ওয়ার্কপিসের শেষ প্রান্ত পর্যন্ত ওয়েন্ড কর।
  • ওয়েল্ড শেষে জোড়ের স্থান চিপিং হ্যামার ও ওয়্যার ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার কর।

তৃতীয় টপ রান :

  • তৃতীয় রানের জন্য ইলেকট্রোডের ধরন, ব্যাস এবং কারেন্ট নিরূপণ কর।
  • প্রদত্ত চার্ট হতে তা নিরূপণ কর।
  • তৃতীয় রান (টপ) ওয়েল্ড করতে
  • ইলেকট্রোড আনুভূমিক তলের প্রায় কাছাকাছি রাখ।
  • ওয়ার্কপিসের শেষ প্রাপ্ত পর্যন্ত ওয়েল্ড কর। 
  • ইলেকট্রোড কিছুটা বৃত্তাকারে ঘুরিয়ে রান শেষ কর এবং আর্ক বন্ধ কর।

Content added By

ওয়েল্ড নিরীক্ষা

ত্রুটি প্রতিরোধের জন্য জোড় কাজ শেষ সঠিকভাবে জোড় মূল্যায়ন করতে হবে। জোড় মূল্যায়ন কালে দেখতে হবে :

  •  ওয়েল্ড জোড় স্লাগ যুক্ত কীনা?
  • জোড়ের দুই ধারে আন্ডার কাট আছে কীনা?
  •  অতিরিক্ত মাল ঝুলে পড়ছে কীনা ?
  • কনকেভ বা কনভেক্স আকৃতি হলো কীনা?
  • গ্যাস পকেট দেখা যায় কীনা?

Content added || updated By

প্রশ্নমালা-৪

১। হরিজন্টাল-ভার্টিক্যাল অবস্থানে সিঙ্গেল 'ভি' বাট জোড় তৈরির নিমিত্তে কার্যবস্তু প্রস্তুত প্রণালি বর্ণনা কর।

২। সিঙ্গেল 'ভি' বাট জোড়ের নিমিত্তে কার্যবস্তু ট্যাক ওয়েন্ডকরণ পদ্ধতি উল্লেখ কর।

৩। কার্যবস্তু পূর্ব স্থাপনের গুরুত্ব বিবৃত কর।

৪। কার্যবস্তু হরিজন্টাল-ভার্টিক্যাল অবস্থানে আটকানোর পদ্ধতি উল্লেখ কর।

৫। ধাতু জোড়ের সময় প্রথম রানে ইলেকট্রোড অ্যাংগেল, ইলেকট্রোড চালনার গতি ও আর্ক লেংথ উলেখ কর।

৬। দ্বিতীয় এবং অন্যান্য রানের ক্ষেত্রে ইলেকট্রোড অ্যাংগেল, চালনার গতি ও আর্ক লেংথ উল্লেখ কর।

৭। ওয়েল্ডিং জোড়ের পরিষ্কারের গুরুত্ব ব্যাখ্যা কর।

৮। ওয়েল্ডিং জোড়ের শেষে জোড়ের ত্রুটি-বিচ্যুতি শনাক্ত কর ও প্রতিরোধের উপায় বর্ণনা কর।

Content added By
Promotion