পরম দয়াময়, অতি দয়ালু আল্লাহর নামে
মক্কি সুরা, আয়াত সংখ্যা-৫
বাংলা উচ্চারণ :
১. আলাম তারা কাইফা ফায়ালা রাব্বুকা বিআসহাবিল ফীল। ২. আালাম ইয়াজয়াল কাইদাহুম ফি তাদলিল। ৩. ওরা আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ৪. তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ৫. ফাজায়ালাহুম কায়াসফিম মা’কুল।
অর্থ :
১. তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কী করেছিলেন ?
২. তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেন নি ?
৩. তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন।
8. যারা তাদের ওপর কঙ্কর নিক্ষেপ করে।
৫. এরপর তিনি তাদের চর্বিত ঘাসের মতো করে দেন।
আরও দেখুন...