সূরা মা‘উন

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - কুরআন মজিদ শিক্ষা | NCTB BOOK

                                                                পরম দয়াময়, অতি দয়ালু আল্লাহর নামে

                                                                           মক্কি সূরা, আয়াত সংখ্যা-৭

বাংলা উচ্চারণ:

১. আরাইতাল্লাযী ইউকাজ্জিবুবিদ্দীন। 

২. ফাজালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। 

৩. ওয়ালা ইয়াহুদ্দু আলা তায়ামিল মিসকীন। 

৪. ফাওয়াইলুল্লিল মুসাল্লীন। 

৫. আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহূন। 

৬. আল্লাযিনা হুম ইউরাউন। 

৭. ওয়া ইয়ামনাউনাল মা’উন।

 

অর্থ : 

১. তুমি কি দেখেছ তাকে যে দীনকে প্রত্যাখ্যান করে? 

২. সে তো সেই যে, এতিমকে রুঢ়ভাবে তাড়িয়ে দেয় । 

৩. এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না । 

8. সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। 

৫. যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। 

৬. যারা লোক দেখানোর জন্য তা করে। 

৭. গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো সাহায্যদানে বিরত থাকে।

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion