স্কেলের ব্যবহার (৬.৩)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
760
760

সরল বা প্লেইন স্কেল (Plain Scale): মোট দৈর্ঘ্যকে সমান কতগুলো ভাগে ভাগ করা হয়, প্রথম অংশটিকে আবার সমান কতগুলো ভাগে ভাগ করা হয়। এটি দশমিকের পর এক অঙ্ক পর্যন্ত মাপ নেয়ার জন্য ব্যবহৃত হয়। ড্রাফটিং কাজে এটি সর্বাধিক ব্যবহৃত হয়।

কর্ণ বা ডায়াগোনাল স্কেল (Diagonal Scale ): এতে ১ম অংশটিকে দৈর্ঘ্য ও গ্রন্থে সমান ১০টি ভাগ করা থাকে, এই ক্ষুদ্র ভাগকে কোণাকুণি ভাবে যোগ করা থাকে। এটি দশমাংশ ও শতাংশ পর্যন্ত মাপ নেয়ার জন্য ব্যবহৃত হয়।

ভার্নিয়ার স্কেল (Verneior Scale): মূল স্কেলের সাথে একটি চলমান অংশ যুক্ত থাকে যাতে ক্ষুদ্র মাপ পাওয়া যায়। এটি বৃত্তাকার অংশের ভিতর বা বাইরের ব্যাস নির্ণয়ে ব্যবহৃত হয়।

মাইক্রো মিটার (Micro Meter): একটি থ্রেড কত প্যাচ বা প্যাচের অংশ ঘুরালে কতটুকু প্রবেশ করে এই নীতির সাহায্যে ০.০১ মিমি সূক্ষ্ম পরিমাপ পাঠ করা যায় ।

Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;