SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Admission

শিক্ষাবর্ষঃ ২০০৪-২০০৫ || রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) || 2004

All Question

CO রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে। ফলে রক্ত অক্সিজেন গ্রহন ক্ষমতা হারিয়ে ফেলে। 100 ভাগ বায়ুর মধ্যে 1 ভাগ CO থাকলে কিছু সময় জীবনের মৃত্যু ঘটে। CO2 এ ধরনের বিক্রিয়া করে না।

1 year ago

বিশুদ্ধ অক্সিজেন গ্রহনে জৈবিক বিক্রিয়া অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হয়। তাই অনেক বিপত্তির কারণ ঘটে। এছাড়া বায়ুদ্বারা শ্বাস-প্রশ্বাস নিলে পানির উপরে উঠার পর চাপ কমে যাওয়ায় শিরার ভিতরের রক্ত থেকে নাইট্রোজেন পুনরায় বুদবুদ আকারে বের হতে থাকে। এতে ডুবুরী অনেক কষ্ট পায়। তাই সাধারনত He ও O2 এর মিশ্রণ ব্যবহার করা হয়।

1 year ago

এনজাইম হল এক প্রকার নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ। এটি একটি টারসিয়ারী প্রোটিন।

বৈশিষ্ট্য: i. অত্যাধিক ও নির্দিষ্ট কার্যকারিতা ii. বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত বা স্থিমিত করে।

1 year ago

দহন তাপ: সাধারন চাপ এবং নির্দিষ্ট তাপমাত্রায় 1 mole পরিমাণ কোন বস্তুকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ এনথালপি নির্গত হয় তাকে দহন তাপ বলে।

CH4+3O2CO2+2H2OI H=890.3 kJ

890.3 kJ তাপ উৎপাদন করতে CH4 প্রয়োজন 16 gm

1335.45 kJ =16×1335.45890.3=24 gm Ans.

সমতাকৃত সমীকরণ অনুসারে,

890.3 kJ তাপ উৎপাদন করতে O2 প্রয়োজন = 3 x 22.4 L

1335.45 kj তাপ উৎপাদন করতে O2 প্রয়োজন =3×22.4×1335.45890.3L

                                        =100.8 L Ans.

1 year ago

সাধারণত লোহার তৈরির জিনিসপত্রে বাতাস ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় সহজেই মরিচা পড়ে। ফলে এরা ক্ষয়প্রাপ্ত হয়। নিকেল বা ক্রোমিয়ারম প্রলেযুক্ত হলে লোহা বাতাসের সংস্পর্শে আসতে পারে না। ফলে মরিচাও পড়ে না, ক্ষয়প্রাপ্ত হয় না।

1 year ago