Admission

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা :বিজ্ঞান ইউনিট (বিজ্ঞান + মানবিক + ব্যবসা শিক্ষা শাখা) ২০২২-২৩ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2023

All Question

পানির বিশুদ্ধতার মানদণ্ডগুলো নিম্নরূপঃ

১। খরতা;

২। pH মান;

৩। দ্রবীভূত অক্সিজেন (DO);

৪। প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা (BOD);

৫। রাসায়নিক অক্সিজেন চাহিদা (COD);

৬। দ্রবীভূত ট্রেস উপাদান (TDS);

11 months ago

যে দ্রবণে অ্যাসিড ও ক্ষার যুক্ত করার পরেও দ্রবণের PH মানের কোনো পরিবর্তন ঘটে না, সেসকল দ্রবণকে বাফার দ্রবণ বলা হয়। এ ধরনের দ্রবণে দ্রবীভূত এসিড ও ক্ষারক প্রশমিত হয়ে যায়। ফলে দ্রবণের pH মান পরিবর্তন হয় না।

CH3COOH ➡️ CH3COO- + H+

CH3COONa ➡️ CH3COO- + Na+

এক্ষেত্রে বাফার দ্রবণে হাইড্রোজেন আয়ন যোগ করা হলে CH₃COOH উৎপন্ন হয়। এটি একটি মৃদু এসিড হওয়ায় বিক্রিয়ায় উৎপন্ন এসিড আয়নিত হয় না ও PH মানের কোনো পরিবর্তন হয় না। অন্যদিকে, বাফার দ্রবণটিতে ক্ষারক যোগ করা হলে যে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয় তা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। ফলে দ্রবণের PH পরিবর্তন হয় না।

PH = Pka + log [CH3COO- / CH3COOH ]

 

11 months ago