গ্রীষ্মের ছুটিতে শশী তার বান্ধবী তাহমিনাদের বাড়ি বেড়াতে গেল। তাহমিনাদের বাড়ি থেকে কক্সবাজার সমুদ্রসৈকতের দূরত্ব মাত্র ১০ কি.মি.। তারা সবাই মিলে সেখানে বেড়াতে গিয়ে খুবই আনন্দ উল্লাস করেছে।
শহুরে বড় হওয়া ছেলে আঃ আহাদ একদিন তার বাবার সাথে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। পথে হঠাৎ করে তারা শিলাবৃষ্টিতে পড়ে। বাবা ছেলেকে বলেন, এটি কালবৈশাখী ঝড় এবং এ সময়ের মৌসুমের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে।
আব্বাস ফসল চাষের জন্য এমন একটি মৌসুম বেছে নিলেন যখন বৃষ্টিপাত কম হয়, তাপ কম থাকে, দিনের চেয়ে রাত বড় বা সমান থাকে। এ সময় ফসল চাষে সেচ দিতে হয়।
Read more