নোয়াখালী জেলা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
998
  • মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত।
  • পূর্বনাম ভুলুয়া/সাধুরাম ।
  • নিঝুম দ্বীপ নোয়াখালীর মেঘনা নদীর মোহনায়। এর পূর্ব নাম- বাউলার চর।
  • নোয়াখালীর মাঝিরা ১৯৬০ সালে নিঝুম দ্বীপ আবিষ্কার করে।
  • নিঝুম দ্বীপের আয়তন ৯১ বর্গ কি.মি. অথবা ৩৫.১৩৫ বর্গ মাইল ।
  • বজরা শাহী মসজিদ-বেগমগঞ্জ নোয়াখালী (মুর্শিদকুলি খাঁর সময় নির্মিত হয়)।
  • গান্ধী আশ্রম- নোয়াখালীতে। গান্ধী যাদুঘর- সোনাইমুড়ী, নোয়াখালী । চর শাহাবানী, উরির চর, চর শ্রীজনী, হাতিয়া দ্বীপ নোয়াখালীতে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, সার্জেন্ট জহুরুল হক (আগরতলা মামলার আসামী ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ মৃত্যু)।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...