আরিফা কয়েকটি কবুতর পালন করেন। একদিন হঠাৎ এগুলো সবুজ রঙের পায়খানা করতে শুরু করে এবং প্যারালাইসিস দেখা যায়। স্থানীয় প্রাণিসম্পদ ডাক্তার এ রোগ প্রতিকারের ব্যবস্থাপত্র দেন।
শান্তা বেগম একদিন লক্ষ করলেন তার কিছু কবুতরের পালকহীন স্থানে ফোস্কা পড়েছে এবং গলার ভেতরে ক্ষত হয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে তিনি এ রোগ প্রতিকারের ব্যস্থা করেন।
মোহনগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী অর্পা স্থানীয় বাজার থেকে ২ জোড়া কবুতর পালনের জন্য কিনে আনে। সে কবুতরের ঘর তৈরির জন্য কৃষি শিক্ষকের কাছ থেকে বিবেচ্য বিষয়গুলো জেনে নেয়। তার কবুতরগুলো বছরের দুবার বাচ্চা দেয়।
Read more