বাজার

একাদশ- দ্বাদশ শ্রেণি - অর্থনীতি - অর্থনীতি ১ম পত্র | | NCTB BOOK
Please, contribute by adding content to বাজার.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

হাই স্কুল মোড়ের সামনে দুজন ব্যক্তি ঝালমুড়ি বিক্রি করে। স্কুলের সব ছাত্র তাদের কাছ থেকেই ঝালমুড়ি খায়। মুড়ি বিক্রেতাদ্বয় পরস্পর বন্ধু না১০ হলেও নতুন কাউকে এখানে মুড়ি বিক্রি করতে দিতে রাজি নয়।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

লালমনি শহরে চারটি কোচিং সেন্টার আছে। যারা বিভিন্ন ফি-এর বিনিময়ে ছাত্রদের নিয়মিত কোচিং করায়। কোনো কোচিং যদি কোনো কোর্সে ছাড় বা বিশেষ সুযোগ দেয়, তাহলে বাকিদেরও সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। শহর এলাকায় কোচিংগামী ছাত্রদের সবাই চারটির কোনো না কোনো সেন্টারের ছাত্র।

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

রহমান সাহেব প্রতি মাসে বাজার থেকে একই কোম্পানির সাবান, তেল, কাপড় কাচার পাউডার ক্রয় করে থাকেন। রহমান সাহেব মনে করেন তার কোম্পানির পণ্যগুলো অন্যেরা পূর্ণ নকল করতে পারে না। কেউ পণ্য নকল ▶ করতে না পারলেও এই বাজারে ভারসাম্য লক্ষ করা যায়। 

পূর্ণ প্রতিযোগিতা
একচেটিয়া
অলিগোপলি
একচেটিয়া প্রতিযোগিতার
Promotion