সাকা ও ঝাকা দুই বন্ধু একই ক্লাসে পড়ে। সাকা নিয়মিত পড়ালেখা করে কিন্তু মনে রাখতে পারে না। অপরদিকে, ঝাকার এরকম কোনো সমস্যা হয় না। সে পড়ে সহজেই আয়ত্ত করতে পারে। এজন্য তার কাছে সাকা একদিন পরামর্শ নিতে আসে এবং সে পড়া মনে রাখার জন্য আবৃত্তি, মনোযোগ ও শব্দ করে পড়ার কিছু কৌশল বলে দেয়।
Read more