শৈবালের গঠন

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র | NCTB BOOK
2.4k
Summary

শৈবালের গঠন:

শৈবালের দেহ সাধারণত সরল প্রকৃতির এবং এরা এককোষী বা বহুকোষী হতে পারে। আকারে এরা আণুবীক্ষণিক থেকে শুরু করে ৬০ মিটার পর্যন্ত হতে পারে। বাদামী ও লোহিত শৈবালে উপলব্ধি করা যায় জটিল গঠন।

দৈহিক গঠন:

  • কিছু এককোষী শৈবালে ফ্ল্যাজেলা থাকে, যেমন- Chlamydomonas, যা সচল।
  • অন্যদিকে, Navicula এর মতো ফ্ল্যাজেলাবিহীন শৈবাল গুলি নিশ্চল।
  • কিছু শৈবাল কলোনিতে অবস্থান করে, যেমন- Volvox।
  • সূত্রাকার শৈবাল অশাখ যেমন- Spirogyra অথবা শাখান্বিত, যেমন- Pithophora।
  • কিছু শৈবাল উদ্ভিদের মতো শাখা-প্রশাখাযুক্ত, যেমন-Sargassum।
  • কিছু শৈবালের দেহ পর্ব ও পর্বমধ্য নিয়ে গঠিত, যেমন- Chara।
  • পাতার মতো চ্যাপ্টা, যেমন- Ulva এবং ফাঁপা নল এর মতো গঠিত, যেমন- Polysiphonia।

কোষীয় গঠন:

শৈবালের কোষ সাধারণত উচ্চ শ্রেণির উদ্ভিদকোষের অনুরূপ। প্রতিটি কোষ দ্বিস্তরী মৃত কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে। কোষপ্রাচীর ভিন্ন ধরনের শর্করা উৎপন্ন করে। কোষের ভিতরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি থাকে। শৈবালের কোষে প্রধানত শর্করা জাতীয় খাদ্যবস্তু সঞ্চিত থাকে, যা শৈবাল প্রজাতির ওপর নির্ভরশীল। উদাহরণসরূপ:

  • সবুজ শৈবালের খাদ্য - স্টার্চ
  • বাদামী শৈবালের খাদ্য - ল্যামিনারিন ও ম্যানিটল
  • হলুদ-সোনালী শৈবালের খাদ্য - ডলিউটিন ও চর্বি
  • লোহিত শৈবালের খাদ্য - ফ্লোরিডিয়ান স্টার্চ

শৈবালের গঠনঃ গঠনগতভাবে শৈবালদের দেহ সরল প্রকৃতির । এরা এককোষী বা বহুকোষী হতে পারে । আয়তনে এরা আণুবীক্ষণিক (Prochlorococcus marincls, ব্যাস ০.৫ মাইক্রন) হতে শুরু করে ৬০ মিটার (বাদামী শৈবাল, Macrocystic pyrifera) পর্যন্ত দীর্ঘ ও বৃহৎ আকৃতির হয়। বাদামি ও লোহিত শৈবালের দেহ শাখা-প্রশাখাবিশিষ্ট ও জটিল । নিচে
শৈবালের অঙ্গজ ও কোষীয় গঠন বর্ণনা করা হলো।

দৈহিক গঠন (Vegetative structure):
কিছু এককোষী শৈবালের দেহে ফ্ল্যাজেলা থাকায় এরা সচল, যেমন-Chlamydomonas; আবার অন্যদের দেহ ফ্ল্যাজেলাবিহীন তাই নিশ্চল, যেমন- Navicula. অনেক এককোষী শৈবাল (নিশ্চল, সচল) কলোনি হিসেবে অবস্থান করে, যেমন-Volvox, সূত্রাকার (filamentous) শৈবালগুলো অশাখ, যেমন- Spirogyra কিংবা শাখান্বিত,যেমন—Pithophora হতে পারে। কিছু শৈবাল দেখতে শাখা-প্রশাখাযুক্ত উদ্ভিদের মতো, যেমন- Sargassum. কোন কোন শৈবালের দেহ পর্ব ও পর্বমধ্য নিয়ে গঠিত, যেমন- Chara কারও দেহ পাতার মতো চ্যাপ্টা, যেমন-Ulva, কৌন শৈবালের দেহ ফাঁপা নল (siphon)-এ গঠিত যেমন-Polysiphonia.

কোষীয় গঠন (Cell structure):  শৈবালের কোষের গঠন অনেকটা উঁচুশ্রেণির উদ্ভিদকোষের মতোই। প্রতিটি কোষ দ্বিস্তরী মৃত কোষপ্রাচীর দিয়ে আবৃত। রাসায়নিকভাবে প্রাচীরটি বিভিন্ন ধরনের শর্করা যেমন-সেলুলোজ, পেকটিন, মিউসিলেজ প্রভৃতি দিয়ে গঠিত। কোন কোন ক্ষেত্রে কোষপ্রাচীরে প্রোটিন সঞ্চিত থাকে। কোষপ্রাচীরের ঠিক নিচেই রয়েছে লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি সজীব কোষঝিল্লি । কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত থকথকে জেলির মতো বস্তুটি সাইটোপ্লাজম । সাইটোপ্লাজমে সাধারণত একটি নিউক্লিয়াস, বৃহদাকার ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, পাইরিনয়েড, রাইবোজোম ইত্যাদি অঙ্গাণু থাকে। শৈবালের কোষে প্রধানত শর্করা জাতীয় খাদ্যবস্তু সঞ্চিত থাকে। কিন্তু ভিন্ন ভিন্ন শৈবালের, সঞ্চিত শর্করার প্রকৃতিও ভিন্ন ভিন্ন ধরনের হয়। যেমন, সবুজ শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্যবস্তু প্রধানত স্টার্চ বা শ্বেতসার, বাদামী  শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য ল্যামিনারিন ও ম্যানিটল, হলুদ-সোনালী শৈবালে সঞ্চিত শর্করা ডলিউটিন ও চর্বি, লোহিত শৈবালে ক্ষেত্রে ফ্লোরিডিয়ান স্টার্ট প্রভৃতি । এছাড়া শৈবালে সঞ্চিত খাদ্য হিসেবে চর্বি ও তৈল, লিউকোসিন, প্যারামাইলাম প্রভৃতি থাকে ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

দুই স্তর বিশিষ্ট
চার স্তর বিশিষ্ট
তিন স্তর বিশিষ্ট
স্তরবিহীন
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...