সবাত শ্বসন প্রক্রিয়া

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র | | NCTB BOOK
97
97

সবাত শ্বসন (Aerobic Respiration)

যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে CO2, H2O ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে

সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ নিম্নরূপ:

C6H12O6+602 + 6H2O + 38 ADP+ 38 Pi+বিভিন্ন এনজাইম → 6CO2 + 12H, O + 38 ATP

সবাত শ্বসনের সমগ্র পদ্ধতি নিচে উল্লিখিত ৪টি পর্যায়ে সম্পন্ন হয়। কোষস্থিত প্রধান শ্বসনিক বস্তু গ্লুকোজ বিভিন্ন এনজাইম বিক্রিয়া দ্বারা উক্ত পর্যায়গুলোর মাধ্যমে সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2, H2O ও শক্তি উৎপন্ন করে । পর্যায়গুলো নিচে উল্লেখ করা হলো ।

১. গ্লাইকোলাইসিস (Glycolysis) : শ্বসনের প্রথম পর্যায়ে গ্লুকোজ কোষের সাইটোপ্লাজমে আংশিক জারিত হয়ে। পাইরুভিক এসিডে পরিণত হয়।

২. পাইরুভিক এসিডের জারণ (Oxidation of pyruvic acid) : পাইরুভিক এসিড মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে (মাতৃকা) প্রবেশ করার পর জারিত হয়ে ২- কার্বনযুক্ত অ্যাসিটাইল Co-A উৎপন্ন করে। এ বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের অপসারণ ঘটে বলে একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াও বলা হয়।

৩. ক্রেবস চক্র (Krebs cycle) : মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অ্যাসিটাইল Co-A বিভিন্ন এনজাইম বিক্রিয়ায় বহু জৈব এসিড উৎপাদনের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে CO2, H2O ও বিজারিত কো-এনজাইম (সহ-উৎসেচক) NADH2, FADH, উৎপন্ন করে।

৪. ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম (Electron Transport System) বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন(Oxidative Phosphorylation) : ক্রেবস চক্রের পর্যায়গুলো থেকে উদ্ভূত বিজারিত NAD+ ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়ে পরিশেষে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। ইলেকট্রম স্থানান্তরের সময় নির্গত শক্তি ADP ও Pi (অজৈব ফসফেট)-কে যুক্ত করে ATP অণু সৃষ্টিতে সাহায্যে করে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

গ্লাইকোলাইসিস
অ্যাসেটিল কো -এ উৎপাদন
ক্রেবস চক্র
ইলেকট্রন পরিবহন তন্ত্র
ক্লোরোপ্লাস্ট ও মাইটোকনড্রিয়ায়
গলজি দ্রব ও সাইটোপ্লাজম
সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসে
সাইটোপ্লাজম ও মাইটোকনড্রিয়ায়
গ্লাইকোলাইসিস
ক্রেবস চক্রে
ইলেট্রণ প্রবাহতন্ত্রে
অচক্রীয় ফটোফসফোসারাইলেশন
চক্রীয় ফটোফসফোরাইলেশন
এ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না
অধিক পরিমান কার্বন ডাই- অক্সাইড উৎপন্ন হয়
এতে পানি উৎপন্ন হয়
এ প্রক্রিয়ায় উচ্চ শ্রেণির উদ্ভিদে ঘটে থাকে
গ্রাইকোলাইসিস
পাইরুভিক এসিডের জারণ
ক্রেবস চক্র
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
পানি পরিত্যক্ত হয়
শক্তি নির্গত হয়
দিন-রাত এই প্রক্রিয়া চলতে থাকে
সমস্ত বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সংঘটিত হয়
ক্রেবস চক্র
ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি
ইথানল সৃষ্টি
গ্লাইকোলাইসিস
কোষে অক্সিজেনের অভাব হবে
কোষে খাদ্য ঘাটতি হলে
দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে
Promotion