গ্যাসীয় অবস্থা ও গ্যাসের বৈশিষ্ট্য

একাদশ- দ্বাদশ শ্রেণি - রসায়ন - রসায়ন - দ্বিতীয় পত্র | | NCTB BOOK

সাধারণ তাপমাত্রায় যেসব পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে গ্যাস বলা হয়। এটি সাধারণভাবে পদার্থের একটি ত্রিমাত্রিক অবস্থা হিসেবেই গণ্য হয়। উপরন্তু এটি পদার্থের একটি ভৌত অবস্থা মাত্র, কারণ চাপ বাড়িয়ে এবং তাপমাত্রা কমিয়ে একে তরলে এবং পরবর্তিতে কঠিনেও পরিণত করা যায়।[১] গ্যাসের উদাহরণ হল :- H2, N2, O2, CO2 ইত্যাদি।

 

বৈশিষ্ট্য-

  1. গ্যাসের ঘনত্ব কম এবং সংকোচন ক্ষমতা (Compressibility) উচ্চ। এ কারণে গ্যাসকে অল্প চাপ প্রয়োগের মাধ্যমেই অনেক সংকুচিত করা যায়।
  2. গ্যাসের সম্প্রসারণ ক্ষমতা (Expansibility) খুবই বেশি। যেকোন পাত্রে গ্যাস রাখলে তা অতি দ্রুত সমস্ত পাত্রে ছড়িয়ে পড়ে।
  3. গ্যাসের ব্যাপন ক্ষমতা অত্যধিক। দুই বা ততোধিক গ্যাস পরস্পরের মধ্যে অতি দ্রুত পরিব্যপ্ত হয়ে সমসত্ত্ব মিশ্রণ তৈরি করে।
  4. সকল গ্যাসই সেটিকে যে পাত্রে রাখা হয় তার দেয়ালে সমানভাবে চাপ প্রয়োগ করে।
  5. কঠিন ও তরল পদার্থের তুলনায় গ্যাসের আপেক্ষিক আয়তন অনেক বেশি। গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক স্থান যথেষ্ট বেশি থাকে এবং এদের অণুগুলোর মধ্যেকার আন্তঃআণবিক বল নেই বললেই চলে।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

গ্রাম-আণবিক ওজন
বাষ্পীয় ঘনত্ব
গ্রাম-তুল্যাঙ্ক ভর
গ্রাম-পারমাণবিক ওজন
অণুর সংখ্যা
স্থির আয়তনে আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি
স্থির আয়তনে আপেক্ষিক তাপ অপেক্ষা কম
স্থির আয়তনের আপেক্ষিক তাপের সমান
উপরের কোনোটিই নয়
স্থির আয়তনে আপেক্ষিক তাপ অপক্ষো বেশি
স্থির আয়তনে আপেক্ষিক তাপ অপেক্ষা কম
স্থির আয়তনের আপেক্ষিক তাপরে সমান
উপরের কোনটিই নয়
C1-C4 গঠিত এলকেন
C3-C6 গঠিত এলকেন
C2H2+H2 গ্যাসের মিশ্রণ
O2  N2 গ্যাসের মিশ্রন
Tc=-240°C, Pc=12.8 atm, Vc=64.51 ml.mol-1
Tc=-31.1°C, Pc=72.9 atm, Vc=95.65  ml.mol-1
Tc=118.8°C, Pc=49.7 atm, Vc=74.42  ml.mol-1
None
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
ভ্যানডার ওয়ালের সূত্র
জুল থমসন প্রভাব
২২.৪ গ্রাম
৪৪. ২৩ লিটার
২২.৪ লিটার
৪৪.২৩ গ্রাম
গতি প্রবণতা বেশি
চাপে আয়তনের পরিবর্তন ঘটে
আন্তঃআণবিক বল কম
মুক্ত তল আছে
গতি প্রবণতা বেশি
চাপে আয়তনের পরিবর্তন ঘটে
আন্তঃআনবিক বল কম
মুক্ত তল আছে
ট্রাইক্লোরো মিথেন
ক্লোরোপিকরিন
ক্লোরোইথেন
ক্লোরোফর্ম
ট্রাইক্লোরো মিথেন
ক্লোরোপিকরিন
ক্লোরো ইথেন
ক্লোরোফরম
ফসজিন গ্যাস
মার্শ গ্যাস
মাস্টার্ড গ্যাস
ক্লোরোপিক্রিন
পদার্থটি তাপ পরিত্যাগ করে
অণুসমূহ অধিক গতি শক্তি অর্জন করে
অণুসমূহ স্বাধীনভাবে ছুটাছুটি করে
তাপমাত্রা বৃদ্ধি পাইতে থাকে
নাইট্রাস অক্সাইড
কার্বন ডাই অক্সাইড
নাইট্রোজেন
ক্লোরো ফ্লোরো কার্বন
উচ্চতাপমাত্রা গ্যাস তরলীকরণের প্রতিবন্ধক, কারণ এক্ষেত্রে গ্যাস তরীলকরণের জন্য উচ্চ চাপ প্রয়োজন
উচ্চতাপমাত্রা গ্যাস তরলীকরণের সহায়ক
নিম্ন তাপমাত্রায় নিম্নচাপ প্রয়োগে গ্যাসের তরলীকরণ করা হয়
যখন কোন গ্যাসগুক্ষের মধ্যে আন্তঃআনবিক আকর্ষণ বল যথেষ্ট কমে যায়, তখন উহা অণুগুলোকে তরল আকারে বেঁধে রাখতে পারে বরং গ্যাসটি তরলীভূত হয়
হাইড্রোজেন আগুন ধরে যায়
বেলুনের অভ্যন্তরে চাপ বায়ু চাপ অপেক্ষা কম
বেলুনের অভ্যন্তরে চাপ বায়ু চাপ অপেক্ষা বেশি
বায়ুমণ্ডলে উচু স্তরে জোর বাতাস বহে
গ্যাসের চাপ বৃদ্ধি পাবে
গ্যাসের তাপমাত্রাবৃদ্ধি পাবে
গ্যাসের তাপমাত্রা হ্রাস পাবে
কোনোটিই নয়
পৃথকীকরণ স্ফুটনাঙ্কের পার্থক্যের ওপর নির্ভর করে
আংশিক পাতনের সমতুল্য
যৌগ বিভাজন সহগের মাধ্যমে কলামে নির্গত হয়
তরল দ্রাবক রুপে বিশুদ্ধ পানি ও মিথানল এর মিশ্রণ ব্যবহৃত হয়
কৃষি ক্ষেত্রে
শব্দ দূষণ নিয়ন্ত্রণে
শিল্পক্ষেত্রে
আগুন নিয়ন্ত্রণে
চাপ ও তাপমাত্রা কমাতে হবে
চাপ-হ্রাস ও তাপমাত্রা বাড়াতে হবে
চাপ বৃদ্ধি ও তাপমাত্রা কমাতে হবে
চাপ ও তাপমাত্রা উভয়ই বাড়াতে হবে
Promotion