শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) - অনুসন্ধানমূলক কাজ-২

তোমার প্রতিষ্ঠানের কাছাকাছি যেকোন একটি চিংড়ি কারখানা পরিদর্শন কর যেখানে মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি যেমন-চিংড়ি বাছাইকরণ, বরফ পানি দ্বারা চিংড়ি ধৌতকরণ, খোসা অবমুক্তকরন ইত্যাদি কাজ গুলো পর্যবেক্ষন এবং পরিদর্শন শেষে এর কর্ম পরিবেশ ও ব্যবস্থাপনা বিষয়ে নিম্নের ছকে তোমার মতামত দাও।

পরিদর্শনকৃত চিংড়ি কারখানার নাম 
ঠিকানা 
কিভাবে চিংড়ি বাছাইয়ে করা হয়? 
চিংড়ি বাছাই কি কি উপকরণ ব্যবহার করা হয়?  
বরফ পানি দ্বারা চিংড়ি কিভাবে ধৌত করা হয়? 
চিংড়ি কিভাবে গ্রেডিং করা হয়? 
চিংড়ির খোসা অবমুক্ত করতে কি কি উপকরণ  ব্যবহার করা হয়? 
কর্মী সংখ্যা কত? 
কর্মীগণ কাজের সময় কি কি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে ?  
চিংড়ি কারখানার পরিবেশ সম্পর্কে মতামত দাও 
তোমার নাম
শ্রেণি
রোল নং
প্রতিষ্ঠানের নাম
শ্রেণি শিক্ষকের নাম
প্রতিবেদন জমাদানের তারিখ
শিক্ষকের স্বাক্ষর
Content added By
Promotion