SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Admission
ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) - ওয়েল্ডিং এর সংজ্ঞা (Definition of Welding)

দুটি ধাতব পদার্থকে তীব্র উত্তাপের মাধ্যমে গলিয়ে পরস্পরের সাথে জোড়া লাগানোকে ওয়েল্ডিং বলা হয় । এ জোড় পদ্ধতি তাপ ও চাপে অথবা উভয়ের সংমিশ্রণে করা হয়। এ কাজে অধিকাংশ সময় ফিলিং ম্যাটেরিয়াল (Filling Material) ব্যবহার করা হয়। এই ফিলিং বস্তুর গলনাঙ্ক সাধারণত জোড়া লাগানো ধাতব পদার্থের গলনাঙ্কের সমান হয়ে থাকে। উত্তাপের কারণে ধাতু গলে গিয়ে যে শূন্যতার সৃষ্টি করে ফিলার ধাতু সেই শূন্যস্থান পূরণ করে ।

Content added || updated By