SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Admission
ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) - ধাতব শিটের প্রকারভেদ (Clasiification of Metal Sheet)

ধাতব পাত বিভিন্ন প্রকার হয়ে থাকে। নিম্নে ধাতব পাতের প্রকারভেদ উল্লেখ করা হলো। 

• ব্ল্যাক আয়রন শিট বা মাইন্ড স্টিল শিট (Black Iron / Mild Steel Sheet) 
• গ্যালভানাইজ আয়রন শিট (Galvanised Iron Sheet) 
• স্টেইনলেস স্টিল শিট (Stainless Steel Sheet) 
• অ্যালুমিনিয়াম পিট (Aluminium Sheet) 
• টিন শিট (Tin Sheet) 
• কপার টি (Copper Sheet) 
• ব্রাস শিট (Brass Sheet) 
• কাস্ট আয়রন শিট (Cast Iron Sheet)

ক) ব্ল্যাক আররন শিট বা মাইন্ড স্টিল শিট (Black Iron / Mild Steel Sheet) :
এটি হচ্ছে সব চেয়ে বেশি পরিচিত এবং বহুল ব্যবহৃত একটা ধাতব পাত। এর মধ্যে ১% কার্বন দিয়ে উত্তপ্ত অবস্থায় রোলিং করে নির্দিষ্ট পুরুত্ব বা থিকনেস দিয়ে তৈরি করা হয়। এর পারে কোন প্রকার কোটিং বা ধাত প্রলেপ দেওয়া থাকে না বলে এতে সহজেই মরিচা ধরে এবং ক্ষয়প্রাপ্ত হয়। এ ধরনের শিট দিয়ে যে সব জিনিস তৈরি হয় তার দীর্ঘস্থায়িত্বের জন্য তাতে সাধারণত রং প্রদান করা হয়। একে সাধারণতঃ M S Sheet বলা হয়।

খ) গ্যালভানাইজ আয়রন টি (Galvanised Iron Sheet) : 
এ শিট আয়রন শিটের মতোই। তবে, এতে মরিচা ক্ষয়প্রাপ্তির হাত থেকে রক্ষা করার জন্য একে গ্যালানাইজিং করা হয়ে থাকে। বিশেষ এক প্রক্রিয়ার কোনো ধাতুর উপর জিংকের আস্তরণ বা প্রলেপ দেওয়ার নাম হচ্ছে গ্যালভানাইজিং। যে সব জিনিস সব সময় বাতাস বা পানির সংস্পর্শে থাকে সে সব জিনিল এই গ্যালভানাইজ আয়রন (GI) শিট দিয়ে তৈরি করা হয়ে থাকে।

গ) সেটইনলেস স্টিল শিট (Stainless Steel Sheet) : 
কোনো ধাতব পদার্থকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষয়রোধী হিসেবে তৈরি করার উদ্দেশ্যে তাতে ১৮% ক্রোমিয়াম (Cromium) এবং ৮-১০% নিকেল (Nickel) এর মিশ্রণের প্রলেপ দেওয়া হয়। এ ধরনের প্রলেপকে স্টেইনলেস স্টিল (SS) বলা হয়। এই ধাতু খুব কঠিন, কিন্তু এতে সহজেই ওয়েন্ডিং করা যায়।

ঘ) অ্যালুমিনিয়াম পিউ (Aluminium Sheet) : 
সিলভার বা রূপার মতো সাদা রং বিশিষ্ট এই ধাতু নরম এবং সহজেই বাঁকানো যায়। এ ধরনের পাত দিয়ে বিভিন্ন ধরনের পাত্র, ট্যাংক ইত্যাদি তৈরি করা হয়।

B) টিন শিট (Tin Sheet): 
এ শীট আসলে খাঁটি টিন  দিয়ে তৈরি হয় না। টিনের সাথে অল্প পরিমানে অন্যান্য ধাতুর মিশ্রণে টিন তৈরি হরে থাকে। আমাদের দেশে সাধারণত আরেন শিটের উপর টিনের প্রলেপ দেওরা পিট বা ধাতব পাতকে টিন-শীট বলা হয়ে থাকে, যা গ্রামাঞ্চলে ঘরের চালে ব্যবহার করা হয় ।

চ) কপার শিট (Copper Sheet) : 
কপার বা তামা দিয়ে তৈরি ধাতব পাত বা পিটকে কপার শিট বলা হয়। কপার শিট নরম, নমনীয় বা বাঁকানোর উপযোগী এবং সামান্য সম্প্রসারণশীল হয়ে হয়ে থাকে। এ শিট পাতলা হলে তা অার গেলে মাপা হয়। আর ভারি হলে তা ভজনে মাপা হয়।

ছ) ব্রাশ শিট (Brass Sheet): 
ব্রাস বা পিতল দিয়ে তৈরি পাঞ্চ বা নিটকে ব্রাস শিট বলা হয়। কপার নিটের মতো এ শিটও সামান্য নমনীও ও সামান্য সম্প্রসারণশীল হয়ে থাকে।

জ) কাস্ট আয়রন শিট (Cast Iron Sheet) 
কাস্ট আয়রন দিয়ে তৈরি পাত বা পিটকে কাস্ট আয়রন পিট বলা হয়। এ শিট শক্ত ও ভঙ্গুর, নমনীয় বা সম্প্রসারণশীল নয়।

Content added || updated By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.