SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Admission
ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) - সেচ পাম্পের কাজ ও প্রকারভেদ (Types of Pumps and Work)

পাম্পের কাজ: 
আমাদের দেশে কৃষিকাজে পাম্পের সাহায্যে ফসলের জমিতে সেচ প্রদান করা হয়ে থাকে। এ ছাড়া শহরে বাসা বাড়ি, অফিস আদালত, কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, প্রায় সর্বত্রই পানীয় জল এবং পয়ঃ নিষ্কাষণ কাজে পানি সরবরাহের প্রয়োজন পড়ে। এ পানি প্রধানত পাম্পের সাহায্যে উত্তোলন করা হয়। তাই পাম্পের প্রধান কাজ হচ্ছে মাটির নিচ থেকে অথবা নদ-নদী, খাল-বিল থেকে পানি উত্তোলন করে নির্দিষ্ট স্থানে সরবরাহ করা। একটা পাম্পের ক্ষমতা নির্ধারিত হয় পাম্পটি প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারে তার ওপর। পাম্পের কাজ করার এই ক্ষমতার একক হচ্ছে কিউসেক (Cusec ) বা ঘনফুট / সেকেন্ড ।

পাম্পের প্রকারভেদ (Types of Pump) 
কৃষিজমিতে সেচ প্রদান ও গৃহকাজে পানি সরবরাহের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পাম্প ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের কিছু পাম্পের নাম নিচে উল্লেখ করা হলো : 
ক) রেসিপ্রোকেটিং পাম্প (Reciprocating Pump) 
খ) সেন্ট্রিফিউগাল পাম্প (Centrifugal Pump) 

সেন্ট্রিফিউগাল পাম্প কয়েক প্রকার, যেমন- 
১। জেট পাম্প বা স্যে প্রাইমিং পাম্প (Jet pump/Self-Priming Pump) 
২। রোটারি পাম্প (Rotary Pump) ৩। টারবাইন পাম্প (Turbine Pump)

Content added By