SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

JavaScript - জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল স্টেটমেন্ট (JS Control Statement) - জাভাস্ক্রিপ্ট তুলনা (JS Comparison)

true অথবা false যাচাই করার জন্য কম্প্যারিজন এবং লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়।


কম্প্যারিজন অপারেটর

কম্প্যারিজন অপারেটর ভ্যারিয়েবল এবং ভ্যালুর মধ্যে সাদৃশ্য অথবা পার্থক্য নির্ধারন করার জন্য ব্যবহার করা হয়।

দেওয়া আছে x = 5, নিম্নোক্ত টেবিলে কম্প্যারিজন অপারেটর ব্যাখ্যা করা হয়েছেঃ

অপারেটরবর্ণনাতুলনারিটার্ন করে
==সমানx == 8false
x == 5true
x == "5"true
===একই ভ্যালু এবং একই টাইপx === 5true
x === "5"false
!=সমান নয়x != 8true
!==ভ্যালু সমান নয় এবং টাইপ একই নয়x !== 5false
x !== "5"true
x !== 8true
>বড়x > 8false
<ছোটx < 8true
>=বড় অথবা সমানx >= 8false
<=ছোট অথবা সমানx <= 8true

যেভাবে ব্যবহার করবেন

কন্ডিশনাল স্টেটমেন্টে কম্প্যারিজন অপারেটর ব্যবহার করে ভ্যালুর তুলনা করা হয় এবং ফলাফলের উপর নির্ভর করে পরবর্তী কার্যক্রম নির্ধারন করা হয়ঃ

kt_satt_skill_example_id=709

কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে পরবর্তী পরিচ্ছেদে আরো শিখতে পারবেন।


লজিক্যাল অপারেটর

লজিক্যাল অপারেটর ভ্যারিয়েবল এবং ভ্যালুর মধ্যে লজিক নির্ধারন করে।

দেওয়া আছে x = 6 এবং y = 3, নিম্নোক্ত টেবিলে লজিক্যাল অপারেটর সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছেঃ

অপারেটরবর্ণনাউদাহরণ
&&এবং(x < 10 && y > 1) true রিটার্ন করে
||অথবা(x == 5 || y == 5) false রিটার্ন করে
!না!(x == y) true রিটার্ন করে

কন্ডিশনাল(Ternary) অপারেটর

জাভাস্ক্রিপ্টে একটি কন্ডিশনাল অপারেটর রয়েছে যা শর্তের উপর ভিত্তি করে ভ্যারিয়েবলে ভ্যালু এসাইন করে।

গঠনপ্রণালী

kt_satt_skill_example_id=713

kt_satt_skill_example_id=717

যদি ভ্যারিয়েবল age এর ভ্যালু 18 এর নিচে হয় তাহলে ভ্যারিয়েবলের ভ্যালু হবে "Can not drive" অন্যথায় ভ্যারিয়েবলের ভ্যালু হবে "Can drive" ।


বিভিন্ন টাইপের মধ্যে তুলনা

বিভিন্ন টাইপের ডাটার মধ্যে তুলনা করলে অপ্রত্যাশিত ফলাফল দেখাতে পারে।

স্ট্রিংকে একটি নম্বরের সাথে তুলনা করলে জাভাস্ক্রিপ্ট একটি স্ট্রিংকে নম্বরে রুপান্তর করে। এম্পটি স্ট্রিং 0 তে রুপান্তর হয়। একটি টেক্সট স্ট্রিং "NaN" এ রুপান্তর হয় যা সব সময় false হয়।

উদাহরণভ্যালু
2 < 12true
2 < "12"true
2 < "Azizur"false
2 > "Rahman"false
2 == "Azizur"false
"2" < "12"false
"2" > "12"true
"2" == "12"false

যখন দুইটি স্ট্রিংকে তুলনা করা হয়, তখন "2" চেয়ে "12" ছোট হবে। কারন বর্ণানুক্রমে 2 এর চেয়ে 1 ছোট।

একটি সঠিক ফলাফলের জন্য, ভ্যারিয়েবলকে তুলনা করার আগে একটি সঠিক টাইপে রুপান্তর করতে হবেঃ

kt_satt_skill_example_id=719

জাভাস্ক্রিপ্ট বিটওয়াইজ অপারেটর

বিট অপারেটর ৩2-বিট নম্বরে কাজ করে।

যেকোনো নিউমেরিক অপারেন্ডকে ৩2-বিট নম্বরে রুপান্তর হয়।

এই ফলাফল জাভাস্ক্রিপ্ট নম্বরে রুপান্তর হয়।

অপারটরবর্ণনাউদাহরণএর মতফলাফলডেসিমাল
&ANDx = 5 & 10101 & 000100011
|ORx = 5 | 10101 | 000101015
~NOTx = ~ 5 ~0101101010
^XORx = 5 ^ 10101 ^ 000101004
<<Left shiftx = 5 << 10101 << 1101010
>>Right shiftx = 5 >> 10101 >> 100102

উপরের টেবিল ৪ বিট unsigned উদাহরণ ব্যবহার করেছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট ৩2-বিট নম্বর ব্যবহার করে।
এই কারনে জাভাস্ক্রিপ্ট, ~ ৫ কে 1০ রিটার্ন করে না এটি -৬ রিটার্ন করেঃ
~00000000000000000000000000000101 এর রিটার্ন হবে 11111111111111111111111111111010

kt_satt_skill_example_id=721

kt_satt_skill_example_id=724

kt_satt_skill_example_id=726

kt_satt_skill_example_id=727

kt_satt_skill_example_id=729

Content added By
Promotion