SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) - প্রোজেকশন

প্রোজেকশন (Projection)

কোন বস্তু থেকে আগত রশ্নি বা কল্পিত রেখাগুলো একটি তলের উপর পতিত হয়ে প্রতিকৃতি বা ইমেজ তৈরির প্রক্রিয়াকে প্রজেকশন বলে। অর্থাৎ আলোর সাহায্যে একটি নর্দিষ্টি অবলোকন বন্দুি (View Point) থেকে বস্তুর অবয়বকে একটি দ্বমিত্রকি তলরে উপর নক্ষিপে করা হল প্রোজেকশন বা অভিক্ষেপ।

ভিউ (View): তলের উপর বস্তুর প্রতিকৃতিকে ভিউ বলে। সকল প্রজেকশন পদ্ধতিতে বস্তুকে বিভিন্ন দিক থেকে দেখার প্রয়োজন হয়।

ভিউ কোন দিক থেকে দেখা হবে তার উপর ভিত্তি করে ভিউ এর বিভিন্ন নামকরন করা হয়েছে। যেমন-ভিউ উপর থেকে দেখলে তাকে টপ ভিউ (Top View ) বলে, সামনে থেকে দেখা ভিউকে ফ্রন্ট ভিউ (Front View) বা এলিভেশন (Elevation ) এবং পাশ থেকে দেখা ভিউকে সাইড ভিউ (Side View ) বলে। প্রজেকশনের প্রকারভেদ (Types of Projection) তলের উপর আপতিত রশ্নির ধরন ও তলের অবস্থান ভেদে প্রজেকশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-

১)পিকটোরিয়াল প্রজেকশন এবং 

২) অর্থগ্রাফিক প্রজেকশন।

পিকটোরিয়াল প্রজেকশনে একটি মাত্র ভিউ দ্বারা বস্তুকে উপস্থাপন করা হয়। পিকটোরিয়াল প্রজেকশন আবার তিন ভাগে বিভক্ত। যথা- 

১)পার্সপেক্টিভ প্রজেকশন । 

২) আক্সোনোমেট্রিক

আক্সোনোমেট্রিক তিন ভাগে বিভক্ত। যথা- ১. আইসোমেট্রিক, ২. ডাইমেট্রিক এবং ৩ ট্রাইমেট্রিক ৩) অবলিক প্রজেকশন ।

 

 

Content added By

Promotion

Promotion