SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Admission
SQL - এসকিউএল ব্যাসিক (SQL Basic) - এসকিউএল ক্রিয়েট টেবিল (SQL Create Table)

ডেটাবেজে নতুন টেবিল তৈরি করতে CREATE    TABLE স্টেটমেন্ট ব্যবহার করা হয়।

একটি টেবিল সাধারণত কলাম এবং সারি নিয়ে গঠিত হয় এবং সনাক্ত করার জন্য প্রতিটি টেবিলের অবশ্যই একটি নাম থাকতে হবে।

SQL CREATE TABLE সিনটেক্স

shortcode

"name_of_column" প্যারামিটারটি কলামের নাম ঠিক করে। "data_type" প্যারামিটারটি কলামের ডেটার টাইপ ঠিক করে। যেমন- varchar, integer, decimal, date, text ইত্যাদি। "size" প্যারামিটারটি কলামের দৈর্ঘ্য ঠিক করে অর্থাৎ কলামের ডেটা কতটি অক্ষর ধারন করবে তা নির্ধারন করে।


SQL CREATE TABLE উদাহরণ

এখন আমরা "Student_details" নামে একটি টেবিল তৈরি করবো যার মধ্যে ৫টি কলাম থাকবেঃ "id", "roll_number", "student_name", "institute" এবং "address"।

আমরা নিম্নে CREATE   TABLE স্টেটমেন্টটি ব্যবহার করবোঃ

উদাহরণ

shortcode

"id" কলামের ডেটা টাইপ int হওয়ায় এটি শুধুমাত্র পূর্ণসংখ্যা জমা রাখবে। "id" এর auto_increment নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। "roll_number", "student_name", "institute" এবং "address" কলাম গুলোর ডেটা টাইপ varchar হওয়ায় এরা অক্ষর/বর্ণ জমা রাখবে এবং এদের সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ২৫৫টি বর্ণ।

ফাঁকা "Student_details" টেবিলটি নিম্নের ন্যায় দেখাবেঃ

আইডি নংরোল নাম্বারশিক্ষার্থীর নামপ্রতিষ্ঠানের নামঠিকানা
     
Content added By
Promotion