Admission
মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - ওয়ার্ম ও ওয়ার্মগিয়ারের বিভিন্ন টার্মস

ওয়ার্ম গিয়ার:যে গিয়ারের অক্ষদ্বয় পরস্পর ছেদ করেনা অথচ সমকোণে অবস্থান করে এক শ্যাফট হতে অন্য শ্যাফটে ঘূর্ণনগতি কমিয়ে শক্তি সঞ্চালনে ব্যবহার করা হয় তাকে ওয়ার্ম গীয়ার বলে। এটা দেখতে স্ক্র থ্রেডের মত দেখায়। ডিভাইডিং হেড, হার্বেষ্টিং মেশিন, চেইন ড্রাইভ ইত্যাদিতে এ গীয়ার ব্যবহৃত হয়।

fa=প্রেসার অ্যাঙ্গল, ওয়ার্মের ফেইসের চওড়া = গিয়ারের বাইরের ব্যাসের পরিধি ও ওয়ার্মের বাইরের ছেদ বিন্দুদ্বয়ের দূরত্ব।

 

 

Content added By
Promotion