আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ‘মাটির ময়না’ চলচ্চিত্রটির পরিচালক কে?

Created: 2 years ago | Updated: 2 years ago
Updated: 2 years ago
  • সর্বপ্রথম নির্মাণ করে লুমিয়ার ব্রাদার্স ১৮৯৫ সালে যুক্তরাষ্ট্রে।
  • উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন।
  • প্রথম মুসলিম বাঙ্গালী চলচ্চিত্র নির্মাতা কাজী নজরুল ইসলাম।
  • বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান।
  • উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী (১৯৩১), পরিচালক- অরেন্দ্রনাথ চৌধুরী।
  • বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্ৰ মুখ ও মুখোস (১৯৫৬), পরিচালক আব্দুল জব্বার খান।
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম প্রামাণ্য চলচ্চিত্র Stop Genocide (জহির রায়হান) ।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান (মোহাম্মদ জহিরুল্লাহ)।
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ওরা ১১ জন (পরিচালক- চাষী নজরুল ইসলাম)।
  • বাংলাদেশে প্রথম চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১৯৮১ সালে।

উপমহাদেশের চলচ্চিত্র

  • উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র অমরেন্দ্রনাথ চৌধুরী পরিচালিত জামাই ষষ্ঠী (১৯৩১) ।
  • উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র আলীবাবা ও চল্লিশ চোরের পরিচালক হারালাল সেন।
  • উপমহাদেশের প্রথম মুসলমান চলচ্চিত্রকার- কাজী নজরুল ইসলাম।
  • কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটির নাম- ধূপছায়া (১৯৩১)
  • কাজী নজরুল ইসলাম স্বয়ং যে চলচ্চিত্রে অভিনয় করেন- ধ্রুব সিনামাতে।
  • সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন- লুমিয়ার ব্রাদার্স (ফ্রান্স, ১৮৯৫ সালে)।

বাংলাদেশের চলচ্চিত্র

  • ১৯৫৬ সালে মুক্তি পাওয়া প্রথম সবাক চলচ্চিত্র- মুখ ও মুখোশ।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান।
  • জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক- জহির রায়হান।
  • সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয় যে চলচ্চিত্রে- জীবন থেকে নেয়া।
  • কাঁচের দেয়াল, Stop Genocide- প্রামান্য চলচ্চিত্র দুটির পরিচালক- জহির রায়হান।
  • সূর্য দীঘল বাড়ি সিনেমার পরিচালক শেখ নিয়ামত আলী।
  • বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটকের নাম- বাকী ইতিহাস।
  • মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক- আব্দুল জব্বার খান।
  • বাংলাদেশের চলচ্চিত্রের জনক- আবদুল জব্বার খান।
  • আবার তোরা মানুষ হ বিখ্যাত এ চলচ্চিত্রটির নির্মাতা খান আতাউর রহমান।
  • ‘পদ্মা নদীর মাঝি' ছবির পরিচালক- গৌতম ঘোষ ।
  • 'পথের পাঁচালী' প্রথম প্রদর্শিত হয় ১৯৫৫ সালে।
  • বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী- পূর্ণিমা সেনগুপ্তা।
  • বাংলা সিনেমার প্রথম মুসলমান অভিনেত্রী- বনানী চৌধুরী।

BFDC

  • BFDC-Bangladesh Film Development Corporation.
  • প্রতিষ্ঠিত- ১৯৫৮ সালে।
  • BFDC প্রথম চলচ্চিত্র- জাগো হুয়া সাভেরা।
  • জাগো হুয়া সাভেরা চলচ্চিত্রের পরিচালক- আখতার জং কাদের।

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

  • মুক্তিযুদ্ধের উপর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত - ওরা ১১ জন ।
  • মুক্তির গান ও মুক্তির কথা চলচ্চিত্র দুটির নির্মাতা- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।
  • আগুনের পরশমণি ছবির পরিচালক- হুমায়ূন আহমেদ।
  • মুক্তির গান চলচ্চিত্রের চিত্রকর- লেয়ার লেভিন।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র

  • আন্তর্জাতিকভাবে পুরস্কৃত বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আগামী।
  • অস্কার পুরস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা ছবি- মাটির ময়না ।
  • কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়- মাটির ময়না (তারেক মাসুদ)।

বিখ্যাত পরিচালক ও চলচ্চিত্র

  • তিতাস একটি নদীর নাম সিনেমার পরিচালক- ঋত্বিক ঘটক।
  • হুলিয়া, স্মৃতি একাত্তর, নদীর নাম মধুমতি, লালসালু চলচিত্রের পরিচালক- তানভীর মোকাম্মেল ।
  • পথের পাঁচালী, অপুর সংসার, অশনি সংকেত, হীরক রাজার দেশের পরিচালক- সত্যজিৎ রায।

জেনে নিই

  • বাংলাদেশের বিখ্যাত লালন গীতি গবেষক ড. আশরাফ সিদ্দিকী।
  • বাংলাদেশের উত্তরাঞ্চলের বিয়ের গান 'হারামনি' সংগ্রহ করেন- অধ্যাপক মনসুর উদ্দীন আহমদ।
  • লোকগানের বিখ্যাত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের আত্মজীবনী- আমার শিল্পী জীবনের কথা।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা- ফেরদৌসী রহমান।
  • বাংলাদেশের 'সুর সম্রাট' বলা হয়- ওস্তাদ আলাউদ্দীন খাঁকে।
  • বাংলাদেশের 'বাউল সম্রাট'- লালন ফকির
  • বাংলা টপ্পা গানের জনক- নিধু বাবু (প্রকৃত রাম নিধিগুপ্ত) ।
  • মরমী কবি নামে পরিচিত- হাসন রাজা।
  • গম্ভীরা গানের উৎপত্তি - পশ্চিমবঙ্গের মালদহ।
  • ভাওয়াইয়া গানের উৎপত্তি - রংপুর ও ভারতের কুচবিহার।
  • গম্ভীরা গান বাংলাদেশের যে অঞ্চলে আসে - চাঁপাইনবাবগঞ্জে।
  • ইউনেস্কো বাউল সঙ্গীত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষিত হয়- ২০০৫ সালে।
  • বাংলাদেশের যে স্থানে বন বিবির গান গেয়ে কাজ করা হয়- সুন্দরবনে।
  • পাঁচালি' গানের বিখ্যাত কবি- দাশরথি রায়।

Content added By
Promotion