দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন-
প্রেক্ষাপট। মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ যুদ্ধে বিশ্বের সব বড় দেশগুলো জড়িয়ে পড়ে। আধুনিক সামরিক অস্ত্রের নির্বিচারে ব্যবহারের ফলে এ যুদ্ধে সামরিক ও বেসামরিক মিলিয়ে পার কোটি মানুষ প্রাণ হারায়। যুদ্ধের প্রধান কারণ ছিল ১ম বিশ্বযুদ্ধের পর জার্মানি, ইতালি এবং জাপানে ফ্যাসিবাদের উত্থান। ১ম বিশ্বযুদ্ধোত্তর জার্মানির ওপর চাপিয়ে দেয়া অপমানজনক ভার্সাই চুক্তি জার্মানিতে উগ্র নাৎসিবাদের জন দেয়। অবশেষে, ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে ২য় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকতা সূচিত হয়। ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে জাপান পার্ল হার্বার আক্রমণ করলে ২য় বিশ্বযুদ্ধ ইউরোপ ছাপিয়ে সারাবিশ্ব ছড়িয়ে পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
জেনে নিই
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষসমূহ | |||||
---|---|---|---|---|---|
মিত্রশক্তি | যুক্তরাজ্য | যুক্তরাষ্ট্র | রাশিয়া | ফ্রান্স | বেলজিয়াম |
অক্ষশক্তি | জাপান | জার্মানি | ইতালি | * | * |
মিত্রশক্তির রাষ্ট্রনায়ক | |
---|---|
মার্কিন যুক্তরাষ্ট্র | ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং হ্যারি ট্রুম্যান |
যুক্তরাজ্য | চেম্বারলিন, উইনস্টন চার্চিল, এবং ক্লিমেন এটলি
|
সোভিয়েত ইউনিয়ন | যোসেফ স্ট্যালিন |
অক্ষশক্তির রাষ্ট্রনায়ক | |
---|---|
জার্মানি | এডলফ হিটলার |
জাপান | সম্রাট হিরোহিতা |
ইতালি | বেনিত মুসোলিনী |
পক্ষসমূহের সামরিক বাহিনীর প্রধান |
---|
দেশের নাম | সামরিক বাহিনীর প্রধান | বিশেষ্য তথ্য |
---|---|---|
ব্রিটেন | বার্নার্ড ল মন্টেগোমারী | ডেজার্ট ব্যাট নামে পরিচিত ছিলেন। |
যুক্তরাষ্ট্র | জর্জ মার্শাল | তিনি পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হন। [যুদ্ধ পরিচালনার দায়িত্ব ছিল আইজেনহাওয়ায়] |
জার্মানি | ফিল্ড মার্শাল রোমেল | ডেজার্ট ফক্স নামে পরিচিত ছিলেন |