The right word to fill in the gap of the following sentence --- 'Give her a telephone number to ring --- she gets lost' ---

Created: 6 years ago | Updated: 5 months ago
Updated: 5 months ago

Sentence 

এক বা একাধিক Word শৃঙ্খলভাবে ব্যবহৃত হয়ে যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বাংলায় বাক্য এবং ইংরেজিতে Sentence বলে।

যেমন-

(i) The dog is a faithful animal.

(ii) He goes.

(iii) Run.

এখানে প্রথম বাক্যে একাধিক অর্থাৎ ৬টি word ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যে ২টি word ব্যবহৃত হয়েছে এবং তৃতীয় বাক্যে ১টি word ব্যবহৃত হয়েছে। তৃতীয় বাক্য দ্বারা বুঝা যায় ১টি word দ্বারাও বাক্য সম্ভব। শুধুমাত্র Run শব্দটি (word) দ্বারা কাউকে দৌড়াতে বলা হয়েছে। এভাবে ১টি word দ্বারাও থাকা সম্ভব। যেমন Good, Yes, No, Listen, What, Walk ইত্যাদি।

Kinds of Sentence 

অর্থভেদে Sentence পাঁচ প্রকার। অর্থাৎ প্রকাশভঙ্গির ধরন বা কারো মনোভাব প্রকাশের ওপর ভিত্তি করে Sentence-কে পাচ ভাগে ভাগ করা হয়। 

যথা— 

(i) Assertive Sentence (বিবৃতিমূলক )

(ii) Interrogative Sentence (প্রশ্নবোধক )

(iii) Imperative Sentence (অনুজ্ঞাসুচক)

(iv) Optative Sentence (ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য)

(v) Exclamatory Sentence (বিস্ময়সূচক)

 

গঠনভেদে : গঠনভেদে Sentence-কে আবার তিন ভাগে ভাগ করা হয়। 

যথা :

A. Simple Sentence 

B. Complex Sentence

C. Compound Sentence

Content added/updated by
Promotion