শেফালী ঘর গোছাতে গিয়েঘরে পড়ে থাকা অনেকঅব্যবহৃত জিনিস ফেলে দেয়। মাতাকে এই অব্যবহৃত জিনিসগুলোনানাভাবে ব্যবহার করার পরামর্শ দেন।
৪। ফেলে দেওয়া জিনিসব্যবহারের মাধ্যমে শেফালীর
গার্হস্থ্যবিজ্ঞান
i. ঘরেরপুরনো ও নতুন জিনিসেরসামঞ্জস্য হবে।
ii. নতুনশিল্প সৃষ্টি করার সুযোগ হবে
iii সৃজনশীলতারবিকাশ ঘটবে।
নিচেরকোনটি সঠিক ?
আমাদের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান অন্যতম। গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন হয় আসবাবপত্র । আর গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। এই ক্ষেত্রে দামি আসবাবের প্রয়োজন নেই। নিজের সামর্থ্য অনুযায়ী কমদামি জিনিস দিয়েও গৃহ সজ্জা করে রুচি ও শিল্পী মনের পরিচয় দেওয়া যায়। গৃহকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অভ্যন্তরীণ সাজসজ্জা একান্ত প্রয়োজন। পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নত করে মানসিক তৃপ্তি লাভ করে। আর গৃহের সুখ ও স্বাচ্ছন্দ্যকে কেন্দ্র করেই সামাজিক উন্নতির বিকাশ ঘটে।