SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

ইতিহাসের জনক কাকে বলা হয়?

Created: 1 year ago | Updated: 1 year ago
  • পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি – মেসোপটেমীয় সভ্যতা।
  • ইতিহাস হলো অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র- উক্তিটি- এরিস্টেটলের।
  • হুমায়ুন নামা এর রচয়িতা কে?- বাবর কন্যা গুলবদন বেগেম ।
  • পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অবিহিত করা হয় কোন স্তুপকে?- বরবুদুরের স্তুপকে।
  • হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী – এভারেস্ট ( বিশ্বের সর্বোচ্চ )।
  • এভারেস্টের উচ্চতা কত – ৮৮৫০ মিটার।
  • কোন পর্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে— বিন্ধ্য পর্বত।
  • রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে—কলিবঙ্গানে ।
  • ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক কে—মেগাস্থিনিস
  • মেগাস্থিনিস কার দূত ছিলেন— সেলুকাসের।
  • ইন্ডিকা কার লেখা— মেগাস্থিনিস।
  • বদ্ধচরিত গ্রন্থের লেখক কে— অশ্বঘোষ
  • কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন— লর্ড ওয়েলেসলি।
  • মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক কে—বিশাখা দত্ত।
  • কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে—বানভট্ট।
  • হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন — হিউয়েন সাঙ ।
  • হর্ষবর্ধন কোন দক্ষিণ ভারতের রাজার কাছে পরাজিত হয়েছিলেন— দ্বিতীয় পুলকেশীর কাছে।
  • শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন হর্ষবর্ধন।
  • মহামন্ন উপাধি কে নিয়েছিলেন প্রথম নরসিংহ বর্মন।
  • কলিকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন- ওয়ারেন হেস্টিংস।
  • বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন- সিরাজ উদদৌলা।
  • আর্যরা ভারতে কোথায় প্রথম বসতি স্থাপন করে --- পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে।
  • মৃচ্ছকটিক কার লেখা— শূদ্রকের।
  • সিরাজের প্রধান সেনাপতির নাম- মীরজাফর
  • পলাশির যুদ্ধ কবে হয়েছিল — ১৭৫৭ সালের ২৩ জুন।
  • তুজুক ই বাবর কে রচনা করেন?- বাবর
  • পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন—রবার্ট ক্লাইভ।
  • মীরজাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে হন – নজিম-উদ-দৌলা।
  • ছিয়াত্তরের মন্বন্তরের (১৭৭০) সময় বাংলার গভর্নর কে ছিলেন—লর্ড কার্ডিয়ার
  • পঞ্চম গুরু অর্জুন সিংকে কে হত্যা করেন— সম্রাট জাহাঙ্গীর।
  • দ্বৈত শাসন কে প্রবর্তন করেন—— রবার্ট ক্লাইভ।
  • দ্বৈত শাসন কে রদ করেন ওয়ারেন হেস্টিংস।
  • কে কলকাতা মহানগরির আধুনিক ইতিহাস এর সূচনা করেন?- জব চার্নক।
  • কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ করে নির্মিত হয়—১৭০০ খ্রিস্টাব্দে।
  • কত খ্রিস্টাব্দেফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়— ১৮০০।
  • 'অন্ধকূপ হত্যা ' কোন নবাবের দ্বারা সংঘটিত হয়েছিল — সিরাজ-উদদৌল্লা ।
  • শিখদের প্রথম ধর্ম গুরু কে ছিলেন—গুরু নানক।
  • শিখদের ধর্ম গ্রন্থের নাম কি গ্রন্থসাহেব।
  • অমৃতসর সরোবর কে খনন করেন— শিখগুরু রামদাস।
  • অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন—গুরু অর্জুন সিং।
  • মহেনজোদারো' শব্দের অর্থ কী —মৃতের স্তূপ।
  • আর্যরা ভারতে প্রথম কোন ধাতুর ব্যাবহার চালু করে—লোহা।
  • খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন—গুরু গোবিন্দ সিংহ।
  • ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠিত সুপ্রিমকোর্টে প্রথম ফাঁসি কাকে দেওয়া হয়েছিল – মহারাজ নন্দকুমারকে।
  • মারাঠা রাজনীতির কৌটিল্য নামে পরিচিত- নানা
  • এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন—স্যার উইলিয়াম জোন্স ।
  • সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয় — ১৯২২ খ্রিস্টাব্দে।
  • সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতানগরকেন্দ্রিক।
  • হরপ্পা সভ্যতা কোন যুগের— তাম্র প্রস্তুর যুগ।
  • সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন— রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
  • হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে—রাভি (ইরাবতী নদী)।
  • মহেঞ্জোদারো কোথায় অবস্থিত সিন্ধু প্রদেশের লারকানা জেলায় ।
  • গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায়—আনন্দমঠ ।
  • আর্য সভ্যতার ওপর নাম কি—বৈদিক সভ্যতা।
  • বৈদিক সভ্যতা কোন ধরণের সভ্যতা—গ্রাম কেন্দ্রিক।
  • সিন্ধু সভ্যতার দুটি প্রধান শহরের নাম লেখ—হরপ্পা ও মহেঞ্জোদারো ।
  • দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কী— গোদাবরী ।
  • এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়—১৭৮৪ খ্রিস্টাব্দে।
  • এলোরা গুহা চিত্র কাদের আমলে তৈরি হয়েছিল?- রাষ্ট্রকূট
  • আর্যদের বিনিময়ের মাধ্যম কি ছিল—গোরু।
  • পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোন দেশকে বলা হয়— ভারত
Content added By

Related Question

View More
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.