মেধা অষ্টম শ্রেণির ছাত্রী। ঘুম ঘুম চোখে তার মা সকাল সাতটায় তাকে বিদ্যালয়ে নিয়ে যায়। বিদ্যালয় থেকে ফিরে গান শেখা, ছবি আঁকা, আরবি পড়া আর বাড়ির কাজ করতে করতে সারাটা দিন লেগে যায়। ঘুমাতে ঘুমাতে রাত ১১টা বেজে যায়। এভাবে কিছুদিন পর দেখা গেল মেধা অসুস্থ হয়ে পড়েছে। কারো সাথে মেশার সুযোগ না পাওয়ায় পড়ালেখা তার কাছে এখন বিরক্তিকর মনে হয় ।

 

মেধার কাছে লেখাপড়া বিরক্তিকর মনে হওয়ার কারণ –
i. পিতা-মাতার অসচেতনতা
ii. বয়স অনুপাতে বেশি পরিশ্রম করা
iii. পাঠ্যপুস্তকের বিষয়বস্তু কঠিন

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
Promotion