or
Don't have an account? Register
আষাঢ়ের বৃষ্টিতে জানালার পাশে বসে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিল জয়িতা। হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে সে চমকে উঠল। আলো আর প্রচন্ড শব্দে তার মধ্যে এক ধরনের ক্রিয়ার উদ্ভব হলো।
জয়িতার অবস্থাটিকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলা হয়?
রিহাবের মনোযোগ সৃষ্টির ক্ষেত্রে আরও যেসব শর্ত থাকতে পারে-
i. নতুনত্ব
ii. রঙিন বস্তু
iii. সামঞ্জস্যহীনতা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে বর্ণিত রিহাবের ক্ষেত্রে মনোযোগের কোন শর্তটি বিদ্যমান?
মনোযোগ নির্ধারিত হয়-
i. কামনা দ্বারা
ii. বাসনা দ্বারা
iii. আবেগ দ্বারা
মনোযোগের অভ্যন্তরীণ শর্তাবলি-
i. প্রেষণা, আবেগ
ii. তীব্রতা, নতুনত্ব
iii. কামনা, মূল্যবোধ
মনোযোগে ব্যক্তিনিষ্ঠ শর্তাবলি -
i. আবেগ
ii. অভিজ্ঞতা
iii. কামনা
ম্যাগাজিনের ভিতরের পৃষ্ঠা থেকে কভার পৃষ্ঠার আকর্ষণ বেশি, মনোযোগের কোন শর্তের জন্য?